এ এম মিজানুর রহমান বুলেটঃ পটুয়াখালী-৪ আসনের নৌকার মনোনীত প্রার্থী বর্তমান এমপি অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিবের কলাপাড়ায় আগমনকে কেন্দ্র করে আনন্দ মিছিল করেছে আওয়ামীলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার শেষ বিকালে রাঙ্গাবালী থেকে কলাপাড়া এসে পৌছালে তাকে বরন করে ফেরীঘাট এলাকা থেকে এ মিছিলটি বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মিছিলটি উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে পথ সভায় মিলিত হয়। পরে সন্ধার পরে উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
পথ সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোতালেব তালুকদার।
বক্তারা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করার আহবান জানান এবং দেশের উন্নয়নে নৌকায় ভোট দেয়ার অনুরোধ করেন।