মঙ্গলবার, মে ২১, ২০২৪
Homeসারাবাংলাজংলি শুকরের আক্রমনে ৩জন আহত

জংলি শুকরের আক্রমনে ৩জন আহত

বাংলাদেশ প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ীতে জংলি শুকরের আক্রমণে ৩ জন আহত হয়েছেন। এর মধ্যে দুই জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও ১জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনাটি সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের পশ্চিম শিলুয়া গ্রামে ঘটনাটি ঘটেছে।
ঘটনার পর স্থানীয় জনতা আত্মরক্ষার্থে শুকরটিকে পিটিয়ে মেরে ফেলেন।
স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে- খুব সম্ভবত স্থানীয় সমাই পাহাড় থেকে মহিষ আকৃতির একটি জংলি শুকর বস্তি এলাকায় নেমে আসে। এরপর থেকে ২/৩ দিন ধরে মন্ত্রীগাঁও, যোগীমুড়া ও পশ্চিম শিলুয়া এলাকায় শুকরটি অবস্থান করে জমিতে ধানের ব্যাপক ক্ষতি সাধন করে। সোমবার সন্ধ্যার আগে হঠাৎ করে আচমকা শুকরটি পশ্চিম শিলুয়া গ্রামে মানুষের উপর আক্রমণ চালায়।
শুকরের কামড়ে ও আছড়ে বাকই মিয়া (৭০), ইসহাক আলী (৬০) ও পারভেজ মিয়া (৩০) রক্তাক্ত আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। বাকই মিয়া ও ইসহাক আলীকে প্রাথমিক ভাবে চিকিৎসা দেয়া হয়। গুরুতর আহতাবস্থায় পারভেজ মিয়াকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান- পারভেজের শরীরের বিভিন্ন স্থানে শুকরটি কামড় ও নকের আছড় দিয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকার নারী-শিশুদের মধ্যে কান্নার রোল পড়ে। ভয়ে লোকজন শিশুদের রক্ষার্থে ঘরের দরজা-জানালা বন্ধ করে দেন। পরে লোকজন সংঘবদ্ধ হয়ে জংলি শুকরটিকে ধাওয়া করে পিটিয়ে মেরে ফেলেন। এমন খবরে জনমনে স্বস্তি নেমে আসে।
আজকের বাংলাদেশhttps://www.ajkerkagoj.com.bd/
Ajker Bangladesh Online Newspaper, We serve complete truth to our readers, Our hands are not obstructed, we can say & open our eyes. County news, Breaking news, National news, bangladeshi news, International news & reporting. 24 hours update.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments