মঙ্গলবার, মে ২১, ২০২৪
Homeসারাবাংলাকেশবপুর নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন অভিযোগে শান্তি সমাবেশ বন্ধ করে দিলেন...

কেশবপুর নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন অভিযোগে শান্তি সমাবেশ বন্ধ করে দিলেন এসিল্যান্ড

জি.এম.মিন্টু: কেশবপুর সাগরদাঁড়ি ইউনিয়নের ইউনিয়ন পরিষদ চত্বরে আওয়ামী লীগের প্রার্থীর উপস্থিতিতে শান্তি সমাবেশের নামে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী সমাবেশকে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন শান্তি সমাবেশে বাধা প্রদান করেন।

সাগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে নির্বাচনী জনসভার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী এইচ এম আমির হোসেনের নির্বাচন পরিচালনা কমিটির পক্ষে লিখিত আচরণ বিধি লঙ্ঘন অভিযোগের ভিত্তিতে কেশবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন শান্তি সমাবেশে বাধা প্রদান করেন। সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ের অভিযোগ সুত্রে জানা গেছে সোমবার বিকালে চিংড়া বাজারে ইউনিয়ন পরিষদ চত্বরে সাগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক শান্তি সমাবেশের নামে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশ চলাকালে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ ফোর্স সহ সমাবেশ স্থলে হাজির হয়ে নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি শাহীন চাকলাদার এর কাছে জানতে চাইলে চাকলাদার বলেন আপনি কি জামাত বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করতে আসছেন? পরবর্তীতে তিনি জেলা প্রশাসকের সাথে ফোনে কথা বলে ঘটনায় স্থান ত্যাগ করেন।

উক্ত অনুষ্ঠানে সাঁগরদাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্তর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহীন চাকলাদার , উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, গৌরিঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, সাঁগরদাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক রফিকুল ইসলাম সরদার, যুগ্ম আহবায়ক আলিয়ার রহমান প্রমুখ। উক্ত শান্তি সমাবেশ তড়িঘড়ি করে সমাবেশ শেষ করেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments