মঙ্গলবার, মে ২১, ২০২৪
Homeসারাবাংলাজবি রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে অমৃত-শশী, সহ-সভাপতি তাসদিক

জবি রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে অমৃত-শশী, সহ-সভাপতি তাসদিক

বাংলাদেশ প্রতিবেদকঃ এশিয়ান টেলিভিশন এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি অমৃত রায়কে  সভাপতি ও দৈনিক দেশ বাংলা পত্রিকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহ শরফুদ্দীন শশীকে সাধারণ সম্পাদক করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির ২০২৩-২৪ কার্যকরী পরিষদের কমিটি গঠন করা হয়েছে। সহসভাপতি পদে আজকের বাংলাদেশের জবি প্রতিনিধি তাসদিকুল হাসান নির্বাচিত হয়েছেন। বুধবার (১৩ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা  ইমতিয়াজ উদ্দিন, সাবেক সভাপতি আবু হানিফ, সাবেক সাধারণ সম্পাদক রিসাত রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া ১নং যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ এনামুল হক দৈনিক সকালের ডাক প্রত্রিকার জবি প্রতিনিধি, ও ২নং যুগ্ন সাধারণ সম্পাদক পদে উম্মে রাহনুমা রাদিয়া দৈনিক সবুজ বাংলাদেশ প্রত্রিকার জবি প্রতিনিধি,সাংগঠনিক সম্পাদক পদে মো. জাহিদুল হাসান দৈনিক প্রতিদিনের সংবাদ প্রত্রিকার জবি প্রতিনিধি, সহ সাংগঠনিক সম্পাদক পদে মো. জাহাঙ্গীর আলম রাজধানী টাইমস এর জবি প্রতিনিধি, দপ্তর সম্পাদক  পদে শফিকুল ইসলাম সময়ের আবর্তন প্রত্রিকার জবি প্রতিনিধি, প্রচার সম্পাদক পদে  তৌসিফুর রহমান মনির বাংলাভিশন অনলাইন এবং কোষাধ্যক্ষ পদে নিশাদ মাহমুদ ফরহাদ দৈনিক ভোরের বানী প্রত্রিকার জবি প্রতিনিধি দায়িত্ব পেয়েছেন।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে রোকাইয়া আক্তার তিথী,  আবুল বাশার, মাসুম তালুকদার, ফাতেমা তুজ জোহরা লাবণ্য, কাজী তাসনীম নাহার প্রাপ্তি, উবায়েদুল হক শুভ এবং সহযোগী সদস্য পদে মোঃ রাইসুল ইসলাম, আনিকা তাহসীন,শরিফুল ইসলাম, রুমানা আক্তার রুনি, আবু বকর সম্পদ, ঐশ্বর্‍্য সারোয়ার অপূর্ব, শেখ জুবায়ের রাহাত দায়িত্ব পেয়েছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি অমৃত রায় বলেন, “আমাকে সভাপতির দায়িত্ব দেওয়ায় প্রধান উপদেষ্টা, সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদককে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সংগঠনের  সকলকে নিয়ে বিশ্ববিদ্যালয়কে  সততা, সাহসিকতা ও অসাম্প্রদায়িকতার সহিত সার্বিক উন্নয়নের পথে নিয়ে যেতে সদা সোচ্চার থাকবো।”
জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহ মো: শরফুদ্দিন শশী বলেন,”  ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তালার কাছে । সততা, সাহসিকতা ও অসাম্প্রদায়িকতা এই তিন মূলনীতিতে সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করব।”
আজকের বাংলাদেশhttps://www.ajkerkagoj.com.bd/
Ajker Bangladesh Online Newspaper, We serve complete truth to our readers, Our hands are not obstructed, we can say & open our eyes. County news, Breaking news, National news, bangladeshi news, International news & reporting. 24 hours update.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments