পাবনা প্রতিনিধি : ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর নানা আয়োজনে পাবনায় পালিত হয়েছে খ্রীস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘ শুভ বড়দিন’।
পাবনা ব্যাপ্টিস্ট চার্চে সকালে বিশেষ প্রার্থণা করা হয়। প্রার্থনা পরিচালনা করেন পাবনা ব্যাপ্টিস্ট চার্চের পুরোহিত ইসছাক সরকার। প্রার্থনায় দেশের মঙ্গল ও সমৃদ্ধি কামনা করা হয়। প্রার্থণা শেষে বড়দিনের কেক কাটা হয়। এছাড়াও দিনব্যাপী রয়েছে নানা আয়োজন।
জেলার সবচেয়ে বড় চার্চ চাটমোহর মথুরাপুরে সাদ্ধীরিতার গীর্জাতে ব্যাপক আয়োজনে পালন করা কয় বড়দিনের নানা অনুষ্ঠান। সকাল ৭টা ও ৯টায় দু‘টি জামাত অনুষ্ঠিতি হয় সেখানে। কেককাটাসহ দিনভর পালন করা হচ্ছে ধর্মীয় বিভিন্ন আচারানুষ্ঠান। এ ছাড়াও গীর্জার ভেতরে ও বাইরে নানা রঙের বেলুন, নকশা করা ককশিট, রঙিন কাগজ, জরি ও ফুল দিয়ে সাজানো হয়েছে। বর্ণিল সাজে সাজানো হয়েছে কৃত্রিম ‘ক্রিসমাস ট্রি’। গির্জা রয়েছে রং-বেরঙের বাতি। গির্জার মূল ফটকের বাইরে মেলা বসেছে। মেলার দোকানগুলোতে বড়দিন নানা রঙের মোমবাতি, সান্তা ক্লজের টুপি, জপমালা, ক্রিসমাস ট্রি, যিশু-মরিয়ম-যোসেফের মূর্তিসহ নানা জিনিস বিক্রি হচ্ছে।