বুধবার, মে ১৫, ২০২৪
Homeসারাবাংলাআমতলীতে বোরো ধানের চারা রোপণ কর্মসূচির উদ্ভোধন

আমতলীতে বোরো ধানের চারা রোপণ কর্মসূচির উদ্ভোধন

সাইফুল্লাহ নাসিরঃ বরগুনার আমতলীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয়ে কার্যক্রমের মাধ্যমে ধানের চারা রোপন কর্মসূচির উদ্বোধন করেছেন বরগুনা জেলা প্রশাসক মুহাঃ রফিকুল ইসলাম।

আজ মঙ্গলবার উপজেলা কৃষি সম্প্রসারণ এর আয়োজনে আমতলীর মানিকজুড়িতে আয়োজিত অনুষ্ঠানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ আশরাফুল আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাঃ রফিকুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান অ্যাড. এম এ কাদের মিয়া,ড. আবু সৈয়দ মো: জোবাইদুল আলম,উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,খামার বাড়ী বরগুনা,এসএম বদরুল আলম অতিরিক্ত উপ পরিদর্শক (শস্য) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী,বরগুনা, মো: ইকবাল হোসেন অতিরিক্ত উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (পিপি) খামারবাড়ী বরগুনা, সিএম রেজাউল করিম অতিরিক্ত উপ পরিচালক (উদ্যান) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী বরগুনা,উপজেলা ভাইস চেয়ারম্যান মো: মজিবুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি,সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা। বক্তব্য রাখেন কৃষিবিদ মোঃ ইছা উপজেলা কৃষি অফিসারসহ স্থানীয় কৃষি কর্মকর্তা ও কৃষকরা। কৃষি জমিতে যন্ত্রের ব্যবহার সহজতর করতে শুরু হলো সমলয় পদ্ধতিতে বোরো ধানের চাষাবাদ। বিশেষ এই পদ্ধতিতে কৃষক উৎপাদিত ধানের চারা যন্ত্রের মাধ্যমেই রোপন ও যন্ত্রের মাধ্যমেই কাটা শেষে ফসল ঘরে তুলতে পারবে।

কৃষি বিভাগ বলছে এই পদ্ধতিতে শ্রমিক সংকট ছাড়াও উৎপাদন খরচ কমবে। রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে শ্রমিক ছাড়াই বোরো ধানের চারা রোপন করা হচ্ছে। সনাতন পদ্ধতিতে মাটিতে ধানের চারা রোপন করতে নানা প্রতিবন্ধকতায় পড়তে হয়। কিন্তু সমলয় পদ্ধতিতে যন্ত্রের মাধ্যমে নিখুঁতভাবে সঠিক পরিমাপে ও দূরত্বে চারা রোপন সম্ভব হয়। এই পদ্ধতিতে একদিকে যেমন শ্রমিক সংকট দূর হবে, অন্যদিকে একর প্রতি উৎপাদন খরচ কমছে প্রায় ৫০ ভাগ। শুধু তাই নয়,এই পদ্ধতিতে ফসলি জমিতে পোকা মাকড়ের বিস্তার রোধ, রোগ-বালাই দমন সহজ হবে। চলতি মৌসূমে কৃষি বিভাগের সহায়তায় সমলয় পদ্ধতিতে সদর উপজেলার ৫০ জন কৃষকের ৫০ একর জমিতে বোরো ধানের চাষ করা হচ্ছে।

সমলয় পদ্ধতিতে ধান চাষের জন্য উপজেলা ৫০ কৃষককে বীজ, সার, ধানের চারা রোপন ও কর্তনের কাজ করে দেবে কৃষি বিভাগ।

 

আজকের বাংলাদেশhttps://www.ajkerkagoj.com.bd/
Ajker Bangladesh Online Newspaper, We serve complete truth to our readers, Our hands are not obstructed, we can say & open our eyes. County news, Breaking news, National news, bangladeshi news, International news & reporting. 24 hours update.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments