বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪
Homeসারাবাংলাসুনামগঞ্জের জগন্নাথপুরে ওয়াজের তারিখ নির্ধারণ নিয়ে দু"পক্ষের সংঘর্ষে নিহত ১

সুনামগঞ্জের জগন্নাথপুরে ওয়াজের তারিখ নির্ধারণ নিয়ে দু”পক্ষের সংঘর্ষে নিহত ১

ওয়াহিদুর রহমান: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় ওয়াজ মাহফিলের তারিখ নির্ধারণ কালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত ছমির মিয়া(৬৫) ২৮(জানুয়ারি)রোববার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।তিনি উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃতঃডুমাই উল্লার পু্ত্র।

থানা ও এলাকাবাসী মারফতে জানায়ায়, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের আলমপুর (নোয়াগাঁও)এলাকায় ফোরকানীয়া হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল প্রতি বছরের ন্যায় এবারও আগামি ১৪ ফেব্রুয়ারি আয়োজন করা হয়।

এ,নিয়ে ২৬(জানুয়ারি)শুক্রবার জুমার নামাজের পর নোয়াগাঁও ফোরকানীয়া হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের তারিখ নির্ধারণ নিয়ে এক বৈঠকে বসেন এলাকার মুরব্বিয়ানরা। আলোচনার মধ্যে এক পর্যায়ে তারিখ নির্ধারণ নিয়ে মসজিদের মোতাওয়াল্লি হান্নান মিয়া ও গ্রামের মুরুব্বি মুক্তার মিয়া মধ্যে বাক-বিতন্ডা শুরু হয়।কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে গ্রামের খেলার মাঠে প্রায় ঘন্টাব্যাপী সংর্ঘষে লিপ্ত হন।এ-সময় দু”পক্ষের প্রায় ২৭ জন আহত হন।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়।এরমধ্যে ৫ জনকে গুরুতর আহত অবস্থায় সিলেট এম,এ,জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

রক্তক্ষয়ী সংঘাতে আহতের একদিন পর রোববার বিকেলে মুক্তার মিয়ার পক্ষের লোক নোয়াগাঁও গ্রামের মৃত ডুমাই উল্লাহের পু্ত্র ছমির মিয়া(৬৫)সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন।

এ-ব্যাপারে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম বলেন,নোয়াগাঁও গ্রামের একজন সিলেট চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শুনেছি,তবে কি কারণে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর জানা যাবে।তবে ঘটনার পর এলাকার পরিস্থিতি শান্ত ও পুলিশ মোতায়েন রয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments