বুধবার, এপ্রিল ৩০, ২০২৫
Homeসারাবাংলাপীরগাছায় ৪০ দিনের কর্মসৃজন-কর্মসূচির কাজ শেষ হলেও মজুরি পাননি শ্রমিকরা, মানবেতর জীবন...

পীরগাছায় ৪০ দিনের কর্মসৃজন-কর্মসূচির কাজ শেষ হলেও মজুরি পাননি শ্রমিকরা, মানবেতর জীবন যাপন

ফজলুর রহমান: রংপুরের পীরগাছায় ৪০ দিনের কর্মসৃজন-কর্মসূচির কাজ শেষ হলেও মজুরি পাচ্ছেন না দরিদ্র শ্রমিকরা। নিয়ম অনুযায়ী, প্রতি সপ্তাহে তাদের মজুরি পাওয়ার কথা থাকলেও এখনো টাকা পাননি তারা। এতে পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়েছেন শ্রমিকরা।

উপজেলা ত্রান ও পুণর্বাসন কার্যালয় সুত্রে জানা যায়, উপজেলার ৯ ইউনিয়নে ২হাজার ৯শ ৫৬জন শ্রমিক কর্মসৃজন কর্মসূচী প্রকল্পে মাটি কাটার কাজ করেন। প্রকল্পের কাজ শুরু হয় গতবছরের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে। শেষ হয় চলতি বছরের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে। এ প্রকল্পের আওতায় উপজেলার শ্রমিক মাটি কাটার কাজ করেন। বিধি অনুযায়ী দৈনিক কাজের বিনিময়ে শ্রমিক ৪শ টাকা ও দলনেতারা পাবেন ৪শ ৫০ টাকা। উপজেলার একাধিক ইউনিয়ন ঘুরে প্রায় ২০ জন শ্রমিকের সঙ্গে কথা হলে তারা জানান, কর্মসৃজন প্রকল্পে যারা কাজ করেছেন, প্রত্যেকেই দিন এনে দিন খান। দীর্ঘদিন ধরে টাকা না পাওয়ায় ধার-দেনা ও দোকানে বাকিতে সংসার চালাচ্ছেন তারা। অনেক পরিবার কাজ শেষে টাকা না পাওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন।

উপজেলার ছাওলা ইউনিয়নের কর্মসৃজন কর্মসূচির শ্রমিক শিবদেব গ্রামের বাদশা মিয়া বলেন, ‘হামার কাম নাই। এজন্যই তো সরকার মাটি কাটার কাজ দিছে। এবারকার সেই কাজ শেষও হইছে। কিন্তু এলাও (এখনো) ট্যাকা পাইনো না। চেয়ারম্যান-মেম্বাররা কেউ কবারে পায় না হামরা কোনদিন ট্যাকা (টাকা) পামো। ধার-দেনা করি আর কদ্দিন চলি। খুব কষ্টত আছি।’ তাম্বুলপুর ইউনিয়নের তাম্বুলপুর গ্রামের মন্টু মিয়া বলেন, মাটি কাটার টাকা আগে সাতদিন পরপর দিছিল। তখনে হামার ভালো আছিল। তুলি নিয়ে খরচ কচ্ছিনো। যখন থাকি মোবাইলোত টাকা দিবার ধরছে। তখন থেকে কাজ শেষ হওয়ার অনেকদিন পর টাকা দেয়। এবার ৪০ দিন মাটি কাটছি। এখনো টাকা পাই নাই, খুব কষ্টে আছি। ছাওলা ইউনিয়নের ইউপি সদস্য আব্দুর রাজ্জাক বলেন, যারা কাজ করেছেন তারা সবাই হতদরিদ্র। দিনমজুরি করেই তাদের সংসার চলে। আগে তারা সাতদিন পরপর টাকা পেতেন।

তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল এর সাথে কথা হলে তিনি জানান, প্রতিদিন শ্রমিকরা আমাদের বাড়িতে আসে তাদের মজুরির টাকার খবর জানতে। আমরাতো ঠিকভাবে জানি না তারা কবে টাকা পাবেন। শ্রমিকদের অনেকেই এই টাকার আশায় ধার-দেনা করে সংসার খরচ চালিয়েছেন। উপ-প্রকৌশলী তৌাহদুল ইসলাম এর সাথে কথা হলে তিনি জানান, আগে তাদের মাধ্যমে ব্যাংকে সাতদিন পরপর টাকা দেওয়া হতো। কিন্তু এখন ডাচবাংলা ব্যাংকের (রকেট) মাধ্যমে শ্রমিকের মোবাইলে টাকা দেয় মন্ত্রণালয়। এতে তাদের করার কিছু নেই।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আজিজ এর সাথে মোবাইলে কথা হলে তিনি বলেন, আমরা বিল করে অধিদপ্তরে পাঠাই। সেখান থেকে মন্ত্রণালয় হয়ে বাংলাদেশ ব্যাংক ইএফটিয়ের মাধ্যমে শ্রমিকদের মোবাইল ব্যাংকিংয়ে টাকা পাঠানো হয়। তবে শুধু আমার উপজেলা নয়, পাশাপাশি উপজেলা গুলোতেও শ্রমিকরা টাকা পাননি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments