শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাকলাপাড়ায় ডাল ক্ষেতে বিষ প্রয়োগ, ৫ শতাধিক কবুতরসহ বেশ কিছু বন্যপাখির মৃত্যু

কলাপাড়ায় ডাল ক্ষেতে বিষ প্রয়োগ, ৫ শতাধিক কবুতরসহ বেশ কিছু বন্যপাখির মৃত্যু

মিজানুর রহমান বুলেট: পটুয়াখালীর কলাপাড়ায় ডাল খেতে বিষ প্রয়োগের ফলে ৫০০ শতাধিক কবুতরসহ বেশ কিছু বন্যপাখির মৃত্যু হয়েছে। এতে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে ওই এলাকার অর্ধশতাধিক খামারী। শনিবার ও বরিবার উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পশ্চিম হাজিপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই এলাকার কৃষক মেহেদী শেখ তার খেতে বিষ প্রয়োগের ফলে এসসব পাখি মৃত্যুর ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের অভিযোগ।

গত বছরও ওই এলাকার কৃষি ক্ষেতে বিষ প্রয়োগের ফলে বেশ কিছু কবুতর মারা পড়েছে বলে স্থানীয়রা জানান।
এনিমেল লাভার্স অফ পটুয়াখালীর টিম লিডার রাকায়েত আহসান এ ঘটনা ঘটার সাথে সাথেই ঘটনা স্হল পরিদর্শন করেন। এ সময় তার সাথে কলাপাড়া শাখার সদস্য ও বন বিভাগের সদস্যরা ছিলেন।

কলাপাড়া উপজেলা বনকর্মকর্তা মো: মনিরুল হক বলেন, বন্য পাখি হত্যা বন্ধে কৃষকদের সচেতনসহ অভিযুক্ত কৃষকের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছে ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments