সোমবার, মে ১৩, ২০২৪
Homeসারাবাংলানির্বাচন চলাকালীন প্রার্থীর পক্ষে ফ্রী শরবত খাওয়ানোর দায়ে ১ জনের কারাদণ্ড

নির্বাচন চলাকালীন প্রার্থীর পক্ষে ফ্রী শরবত খাওয়ানোর দায়ে ১ জনের কারাদণ্ড

সাইফুল্লাহ নাসির: বরগুনার আমতলী উপজেলার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীর পক্ষে ভোটারদের ভ্যানে করে ট্যাংক ভর্তি শরবত খাওয়ানোর দায়ে ভ্যান চলককে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন নির্বাহী মেজিস্ট্রেট।

আজ রবিবার সকালে ঐ ইউনিয়নের উত্তর টিয়াখালী দাখিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। সাজাকৃত ভ্যান চালকের নাম এনামুল। তার বাড়ি আমতলী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে।

জানাগেছে বেলা এগারোটার দিকে ভোট চলাকালীন সময়ে কেন্দ্রের পাশে ঠান্ডা শরবতের ঠ্যাংকে একজন চেয়ারম্যান প্রার্থীর ব্যানার লাগিয়ে ভোটারদের শরবত বিতরণ করতে ছিল। বিষয়টি নির্বাচনী দায়িত্বে থাকা কর্তব্যরত নির্বাহী মেজিস্ট্রেট তারিক হাসানের দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষণিক ভ্যান চালককে আটকের নির্দেশ প্রদান করেন।পরবর্তীতে নির্বাচন আচরণ বিধি লংঘন করার দায়ে ভ্যান চালক এনামুলকে এক মাসের সাজা প্রদানের নির্দেশ প্রদান করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments