সোমবার, এপ্রিল ২৮, ২০২৫
Homeসারাবাংলা'বীর মুক্তিযোদ্ধা' খচিত জাতীয় স্মার্ট কার্ড পেলেন কেশবপুরের মোসলেম উদ্দীন

‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত জাতীয় স্মার্ট কার্ড পেলেন কেশবপুরের মোসলেম উদ্দীন

জি.এম.মিন্টু: ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত স্মার্ট কার্ড ও সম্মান সূচক ক্রেস্ট পেলেন যশোরের কেশবপুরের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো : মোসলেম উদ্দীনসহ দেশের ১০৪ জন বীর মুক্তিযোদ্ধা। গত ২৩ মে-২০২৪ বৃহস্পতিবার সকালে নির্বাচন ভবন অডিটরিয়ামে(বেইজমেন্ট-২) সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নিকট থেকে তিনি এই বীর মুক্তিযোদ্ধা খচিত স্মার্ট কার্ড ও সম্মানসূচক ক্রেস্ট গ্রহন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা এবং নির্বাচন কমিশনার আনিছুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোঃ জাহাঙ্গীর আলম। বীর মুক্তিযোদ্ধা খচিত স্মার্ট কার্ড ও সম্মানসূচক ক্রেস্টে ভুষিত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: মোসলেম উদ্দীন কেশবপুর উপজেলার ১১নং হাসানপুর ইউনিয়নের বুড়িহাটি গ্রামের মৃত মহাতাব উদ্দীন ও মাতা আমেনা খাতুনের বড় ছেলে। তার এই সম্মাননায় বুড়িহাটি গ্রামসহ কেশবপুর উপজেলাবাসী গর্বিত।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments