রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeসারাবাংলাশ্রীমঙ্গলে ২০ কেজি ওজনের বিশালাকৃতির অজগর সাপ উদ্ধার

শ্রীমঙ্গলে ২০ কেজি ওজনের বিশালাকৃতির অজগর সাপ উদ্ধার

মোঃ জালাল উদ্দিন: মোঃ জালাল উদ্দিন। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ছাদই মিয়া নামে এক ব্যক্তির গোয়ালঘর থেকে বিশালাকৃতির একটি অজগর সাপ উদ্ধার করেছে স্বেচ্ছাসেবীরা। রবিবার ০৯ জুন ২০২৪ ইং, দুপুরে উপজেলার কালাপুর ইউনিয়নের লামুয়া গ্রাম থেকে সাপটি উদ্ধার করে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন।

এ বিষয়ে শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশের পরিচালক স্বপন দেব সজল বলেন, দক্ষিণ লামুয়া গ্রামের ছাদই মিয়ার বাড়ির গোয়ালঘরে চালের মধ্যে একটি বিশালাকৃতির অজগর সাপ দেখতে পেয়ে বাড়ির লোকজন আতংকিত হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা ঘটনাটি বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে জানালে, খবর পেয়ে রবিবার বিকেল ৩টার সময় ঘটনাস্থল থেকে সাপটি উদ্ধার করে নিয়ে আসেন তারা। সাপটির ওজন ২০ কেজি এবং লম্বায় প্রায় ১২ ফুট।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম বলেন, ‘বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন অজগর সাপটিকে উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। সাপটি অক্ষত ও সুস্থ রয়েছে। সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments