সোমবার, এপ্রিল ২৮, ২০২৫
Homeসারাবাংলাঝালকাঠির রাজাপুরে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা, গ্রেপ্তার হয়নি কেউ

ঝালকাঠির রাজাপুরে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা, গ্রেপ্তার হয়নি কেউ

বাংলাদেশ প্রতিবেদক: ঝালকাঠির রাজাপুরে জমি ও পূর্ব শত্রুতার জেরে আসিফ রহমান লিয়ন (২৪) নামের এক কলেজছাত্রকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাশকাঠি গ্রামের কাটাখালি বাজারে এ ঘটনা ঘটে।

আজ শুক্রবার গভীর রাত ৩টার দিকে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় লিয়ন মারা যান। লিয়ন কাটাখালি বাজারের বাসিন্দা মধ্য চরাইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলমের ছেলে এবং খুলনা বিএল কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র। এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জেরে গতকাল বিকেলে কাটাখালি বাজারে যান আসিফ রহমান লিয়ন ও তার বড় ভাই। এ সময় প্রতিপক্ষ আলম সিকদারের ছেলে সজিব, হাসান, লিখন, চয়ন, রাজিব, রহমানসহ আরও ১৫/২০ জন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে অতর্কিত তাদের ওপর হামলা চালায়। এ সময় লিয়নের মাথায় ও পেটে আঘাত করে গুরুতর আহত করে দৃর্বৃত্তরা। তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্স পরে বরিশাল শেবাচিমে চিকিৎসা দেওয়া হয়। মুমূর্ষু অবস্থা হওয়ায় ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই অনিক রহমান বলেন, ‘ হঠাৎ তারা লিয়নের ওপর হামলা করে। ছোট ভাইকে রক্ষা করতে গিয়ে আমারও মাথায় জখম হয়েছে। তারপরেও ভাইকে প্রাণে বাঁচাতে পারিনি। তিনি অভিযোগ করে বলেন, জমি, পূর্ব বিরোধ ও মাহফিলে বাগবিতণ্ডার বিরোধ নিয়ে কয়েক দফা শালিস বৈঠক হলেও তা নিষ্পত্তি না হওয়ায় প্রতিপক্ষরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী এ ঘটনা ঘটিয়েছে।

নিহতের বাবা শাহ আলম অভিযোগ করে বলেন, জমি ও পূর্ব বিরোধের জেরে লিয়ন ও তার বড় ভাই অনিকের ওপর হামলা চালায় আলম সিকদারের ছেলে সজিব, হাসান, লিখন, চয়ন, রাজিব, রহমান, কাজির ছেলে দুলাল কাজি, দুলালের ছেলে শাকিল সাজ্জাল, হাকিমের ছেলে এনায়েত, ফিরোজের ছেলে আশিক, দুলাল কাজির ছেলে সায়েম, রব বরের ছেলে আনোয়ার কাজি, সেরাজুদিন্নের ছেলে শামসু কাজিসহ আরও ১৫/২০ জন। জড়িতদের দৃষ্টান্তমূলক শান্তি দাবি করেন তিনি।

এদিকে ঢাকা থেকে বাড়িতে এনে বিকেলে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments