বাংলাদেশ প্রতিবেদক: রাজধানীর ঢাকা কলেজ এলাকায় কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক যুবক (২৫) নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকেলে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন দুই পথচারী । পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আকাশ ও মামুন নামে দুই পথচারী রক্তমাখা অবস্থায় এক ব্যক্তিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। ঢাকা কলেজের পাশ দিয়ে মোটরসাইকেল করে যাওয়ার সময় তিনি হামলার শিকার হন। তার পরনে ছিল কালো প্যান্ট ও গেঞ্জি। ময়না তদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।