রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeজাতীয়শহীদ মিনারে জড়ো হচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা

শহীদ মিনারে জড়ো হচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা

বাংলাদেশ প্রতিবেদক: কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের ওপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা৷ তাদের সঙ্গে বহিরাগতদেরও দেখা যায়।

মঙ্গলবার দুপুর ৩টা থেকে শহীদ মিনারে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এ সময় তারা ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম,- ইত্যাদি স্লোগানে দেন।

সরেজমিনে বিকাল সাড়ে ৪টায় দেখা যায়, আন্দোলনরত শিক্ষার্থীরা লাঠিসোঁটা, স্ট্যাম্প, পাইপ নিয়ে অবস্থান করছেন। এ সময় ছাত্রলীগের বহিরাগতদের বহনকারী দুটি বাস ভাঙচুর করা হয়।

এর আগে বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আব্দুল মুহিত ও বদরুল হাসানসহ আরেক সহকারী প্রক্টর শহীদ মিনারে আসেন। তাদের সঙ্গে প্রক্টরিয়াল বডির একজন সদস্য ছিলেন। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া; স্লোগান দেন, তাদের ধাক্কা দেওয়া হয়। কয়েকজন শিক্ষার্থী তাদের মারার চেষ্টা করেন। তবে কয়েকজন সমন্বয়ক শিক্ষার্থীদের ঠেকান। পরে তারা দ্রুত চলে যান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments