বাংলাদেশ প্রতিবেদক: সিলেটের গোলাপগঞ্জে অসহযোগ আন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক লোক। দফায় দফায় সংঘর্ষ হয়েছে গোলাপগঞ্জ পৌর শহর ও ঢাকা দক্ষিণ এলাকায়। বিক্ষুব্ধ ছাত্রজনতা লাশ নিয়ে শহরে বিক্ষাভ করে। হামলা করেছে থানায়, উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্সে।
রোববার দপুর আড়াইটার দিকে গোলাপগঞ্জ পৌর এলাকার ধারাবহরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গুলিতে তারা নিহত হন। নিহতরা হলেন-ধারাবহর গ্রামের মো. মকবুল আলীর ছেলে ব্যবসায়ী তাজ উদ্দিন (৪৩) ও শিলঘাটের বাসিন্দা সানি আহমদ (১৮) ও গোলাপগঞ্জের উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে নাজমুল ইসলাম। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলশিরে সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ চলছিল।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুরে গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজের সামনে থেকে ছাত্র-জনতা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাদের সরিয়ে দিতে চায় পুলিশ। পুলিশের সঙ্গে ছিল বিজিবির টহলও। একপর্যায়ে পুলিশ ও বিজিবির সঙ্গে ছাত্র-জনতা সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিভিন্ন মসজিদে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বিক্ষোভকারীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে আহত হয়ে তাজ উদ্দিন ও সানি আহমদ মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে ছাত্র-জনতা ও এলাকাবাসী পুলিশ-বিজিবির দিকে ইট-পাটকেল ছুঁড়ে এবং পুলিশ-বিজিবি গুলি, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এক পর্যায়ে পুলিশ ও বিজিবি পিছু হটে।
এদিকে তাজ উদ্দিনের লাশ নিয়ে পৌর শহরে এসে ধারাবহর এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল ৫টা) গোলাপগঞ্জ পৌর শহর ও ঢাকা দক্ষিণ এলাকায় হামলা করে বিক্ষোভকারীরা। তারা উপজেলা প্রশাসন ঘেরাও করে রেখেছে। থেমে থেমে চলছে সংঘর্ষ। ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এ ব্যপারে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুদর্শন সেন জানান, দু’জন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। বিক্ষোভকারীরা উপজেলা কমপ্লেক্সে হামলা চালিয়েছে। হামলাকারী আহতদের চিকিৎসা দিতে গিয়ে আরএমও হার্টএ্যাটাক করে অসুস্থ হয়ে সিলেটের একটি হাসপাতালে পাঠানো হয়েছে।