এস এম শফিকুল ইসলাম: আজ থেকে রাস্তায় ট্রাফিক পুলিশের দায়িত্ব নিয়েছে পুলিশ সদস্যরা। আজ সোমবার সকাল ৯টায় শহরের জিরো পয়েন্টে ট্রাফিক পুলিশ সদস্যরা জরো হলে রোভার স্কাউট ও রেড ক্রিসেন্ট সদস্যরা তাদের ফুল দিয়ে বরণ করে নেয়।
এসময় ট্রাফিক ইন্সপেক্টর জামিরুল ইসলাম, আশরাফ আলী, রোভার ও রেড ক্রিসেন্ট এর ট্রাফিক সমন্বয়কারী যমুনাটিভির সিনিয়র রিপোর্টার আব্দুল আলীম, রোভার লিডার আমিনুল মিম, রেড ক্রিসেন্ট সমন্বয়কারী মানিক উপস্থিত ছিলেন।
গত ৬ আগস্ট থেকে রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করছে রোভার স্কাউটস, রেড ক্রিসেন্ট, বিএনসিসিসহ সাধারণ শিক্ষার্থীরা। ট্রাফিক পুলিশ থাকলেও আরো কয়েকদিন এই শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করবে বলে জানা গেছে।