বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪
Homeসারাবাংলারংপুরে কোটাবিরোধী আন্দোলনে নিহত সবজি বিক্রেতার লাশ ৪৪ দিন পর উত্তোলন

রংপুরে কোটাবিরোধী আন্দোলনে নিহত সবজি বিক্রেতার লাশ ৪৪ দিন পর উত্তোলন

জয়নাল আবেদীন: রংপুরে কোটাবিরোধী আন্দোলনে নিহত সবজি বিক্রেতার লাশ ৪৪ দিন পর আদালতের নির্দেশে উত্তোলন করা হয়েছে। সোমবার দুপুরে নগরীর মিস্ত্রিপাড়া কবরস্থান থেকে লাশটি উত্তোলন করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম আরিফ, মামলার তদন্তকারী কর্মকর্তা মেট্রোপলিটন কোতয়ালী থানার এস আই খালিদ উদ্দিন সহ পুলিশ, সেনাবাহিনীর সদস্য ও নিহত সাজ্জাদের পরিবারের সদস্যরা।

গত ১৯ জুলাই কোটাবিরোধী আন্দোলন চলাকালে ছাত্রজনতার বিক্ষোভ চলাকালে রংপুর নগরীর সিটিবাজার এলাকায় পুলিশের বেপরোয়া গুলিতে সবব্জি ব্যাবসায়ী সাজ্জাদ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। খবর পেয়ে স্বজন ও এলাকাবাসী এবং আন্দোলনকারী ছাত্র জনতা লাশ উদ্ধার করে তার রংপুর নগরীর পুর্ব শালবন শিক্ষাঙ্গন এলাকার বাসভবনে নিয়ে যায়। ঘটনার পর পুলিশ ময়না তদন্তের কোন পদক্ষেপ না নেয়ায় স্বজন ও এলাকাবাসী নিহত সাজ্জাদের লাশ জানাযা শেষে মিস্ত্রিপাড়া কবরস্থানে দাফন করা হয়।

এদিকে এ ঘটনার পর গত ২০ আগস্ট নিহত সাজ্জাদের স্ত্রী জিতু বেগম বাদী হয়ে রংপুরের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট রাজু আহাম্মেদের আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছোট বোন রেহেনা বেগম স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান ওয়াকার্স পার্টি প্রধান রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ ৫৭ জনের নাম উল্লেখ করে তাদের আসামি করে মামলা দায়ের করলে বিজ্ঞবিচারক মামলাটি এজাহার হিসেবে রের্কড করার জন্য মেট্রোপলিটান কোতয়ালি থানাকে নির্দ্দেশ দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএমআরিফ বলেন, যেহেতু লাশটি ময়না তদন্ত ছাড়াই দাফন করা হয়েছিল এবং পরবর্তীতে আদালতে মামলা হয়েছে। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে লাশটির ময়না তদন্ত শেষে পুনরায় কবরস্থানে দাফন করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments