শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeসারাবাংলাছাত্রদল পরিচয়ে পিকনিকের চাঁদা তুলতে গিয়ে ৩ যুবলীগ কর্মী আটক

ছাত্রদল পরিচয়ে পিকনিকের চাঁদা তুলতে গিয়ে ৩ যুবলীগ কর্মী আটক

বাংলাদেশ প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ে বিভিন্ন স্থানে ছাত্রদলের নাম ভাঙ্গিয়ে পিকনিকের চাঁদা তুলতে গিয়ে আটক হয়েছেন ৩ জন যুবলীগের কর্মী।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকালে তাদের হাতে নাতে ধরেন ছাত্রদলের নেতৃবৃন্দরা। পরে তাদের পুলিশে দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ এবিএম ফিরোজ ওয়াহিদ।

আটককৃতরা হলেন- শহরের জলেস্বরী তলা এলাকার মৃত কিতাব উদ্দিনেরর ছেলে নুর মোহাম্মদ (২৬), আব্দুল আজিজের ছেলে রাসেল (২৭), তসলিম উদ্দিনের ছেলে মিজানুর (২৫)।

পুলিশ জানায়, ছাত্রদলের পিকনিক করা হবে এই মর্মে একটি চিঠি এই তিনজন বিভিন্ন স্থানে দেখিয়ে টাকা নিচ্ছেন এমন খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের আটক করে। পরে তাদের পুলিশের হাতে তুলে দেয়।

জেলা ছাত্রদলের সভাপতি কায়েস বলেন, আমরা খবর পেয়েছি এই তিনজন ছাত্রদলের পিকনিক করা হবে এমন একটি চিঠির মাধ্যমে বিভিন্ন স্থানে চাঁদা তুলছে। খবরটি শুনা মাত্র আমাদের ছাত্রদলের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দরা তাদের খুজা শুরু করে। পরবর্তীতে তাদের আটক করে পুলিশে দেয়া হয়। আমরা তাদের মুখে শুনেছি তারা যুবলীগের কর্মী।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার্স ইনচার্জ এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, তাদেরকে কোর্টে প্রেরণ করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments