রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
Homeসারাবাংলাকলাপাড়ায় গলায় ফাঁস দিয়ে অটো চালকের মৃত্যু

কলাপাড়ায় গলায় ফাঁস দিয়ে অটো চালকের মৃত্যু

মিজানুর রহমান বুলেট: পটুুয়াখালীর কলাপাড়ায় পারিবারিক বিরোধের জের ধরে মো. রবিউল ইসলাম (১৯) নামে এক অটো চালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার রাত ১১ টার দিকে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের মনসাতলী গ্রামে এ ঘটনা ঘটে। রবিউল ওই গ্রামের মো.জসিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় মহিপুর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পরিবারিক বিষয় নিয়ে নিজেদের মধ্যে বিরোধ চলে আসছিল রবিউল এর পরিবারে। ঘটনার দিন পরিবারের সদস্যদের মধ্যে বাক-বিতন্ডার এক পর্যায়ে বাড়ীর সবার অগোচরে রবিউল ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়। পরে বাড়ীর লোকজন ঝুলন্ত অবস্থায় লাশটি দেখে ডাক-চিৎকার করলে প্রতিবেশীরা এসে ঘটনাস্থলে জড়ো হয়। এসময় উপস্থিত মানুষ বিষয়টি পুলিশে জানালে ঘটনাস্থল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

এ ব্যাপারে মহিপুর থানার ওসি মো. আনোয়ার হোসেন তালুকদার জানান, লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments