বাংলাদেশ প্রতিবেদক: খুলনায় যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ তেরখাদা উপজেলার সাচিয়াদহ ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) দুপুরে নৌবাহিনীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে শুক্রবার (৮ নভেম্বর) তেরখাদা উপজেলার সাচিয়াদহ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার তেরখাদা উপজেলার সাচিয়াদহ বাজার এলাকায় মাদক ও অস্ত্র উদ্ধারে নৌবাহিনী যৌথ অভিযান চালায়। অভিযানে চিহ্নিত মাদককারবারি সাচিয়াদহ ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদকে আটক করা হয়। এ সময় তার বাসায় তল্লাশি চালিয়ে ১৭০টি ইয়াবা ট্যাবলেট, একটি তালা কাটা মেশিন, একটি মোটরসাইকেল, দুইটি মোবাইল ফোন ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়। তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবার ও মাদক চোরাচালানের সঙ্গে জড়িত সে। এ ছাড়া তার নামে তেরখাদা থানায় দুটি অস্ত্র ও মাদক মামলা আছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যৌথ অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করে। মাদককারবারি বুলবুল আহমেদকে আটক করায় স্থানীয়রা নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার যথাযথ শাস্তি নিশ্চিতের দাবি জানান। পরে আইনিব্যবস্থা নিতে তাকে তেরখাদা থানায় হস্তান্তর করা হয়। সরকারের নির্দেশনা বাস্তবায়নের জন্য ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিতি টহল অভিযান চলমান থাকবে।