মিজানুর রহমান বুলেট: পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মো.আকবর আলী মোল্লা (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯ টার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের আরামগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ধান ক্ষেতে সেচ দেয়ার জন্য পুকুর থেকে মর্টার দিয়ে পানি উঠাতে গিয়ে আকবর আলী মোল্লা বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় তার ছেলে মো.তাইজুল ইসলাম মোল্লা তাকে বাঁচানের চেষ্টা করে তিনিও গুরুতর আহত হয়। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে,তবে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দেয়নি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি বলেন ।