শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Homeসারাবাংলাঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় ১ বৃদ্ধের প্রাণহানি

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় ১ বৃদ্ধের প্রাণহানি

স্বপন কুমার কুন্ডু: ঢাকা- খুলনা বিশ্বরোডের ঈশ্বরদীর জয়নগর বোর্ড অফিস মোড়ে সড়ক দুর্ঘটনায় ওয়াহেদ আলী মৃধা (৭০) নামের এক পথচারী নিহত হয়েছেন। সে ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের জয়নগর মধ্যপাড়া গ্রামের মৃত আবেদ আলী মৃধার ছেলে। সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার দিকে এই দুর্ঘটনা ঘটে ।

প্রত্যক্ষদর্শী ও পাকশী হাইওয়ে থানা সূত্রে জানা যায়, নিহত ওয়াহেদ আলী রাস্তা পারাপারের সময় পাকশী অভিমূখী একটি মোটরসাইকেলের ধাক্কা খেয়ে চলন্ত মাইক্রোবাসের ওপরে সিটকে পড়ে। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হলে প্রচুর রক্তক্ষরণ ঘটে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে যাবার পরই তিনি মৃত্যু বরণ করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments