বুধবার, এপ্রিল ৩০, ২০২৫
Homeসারাবাংলাউল্লাপাড়ায় এক বাশের সাকোয় ছয় গ্রামবাসীর চলাচল

উল্লাপাড়ায় এক বাশের সাকোয় ছয় গ্রামবাসীর চলাচল

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ার চরবেড়ায় ঝপঝপিয়া (গাঢ়দহ) নদী এখন এক বাশের সাকোয় ছয় গ্রামবাসীদেরকে পারাপার হতে হয়। নদীর দুই পাড়ের ছয় গ্রামবাসীদের কাছে চলমান শুকনো মৌসুমে সাকোটি পারাপার হওয়ার ভরসা হয়েছে। বাশের সাকোটি চরবেড়া উচ্চ বিদ্যালয় থেকে নদীর পূর্ব পাড়ের শিক্ষার্থীদের পারাপার সুবিধায় টাকা খরচ করে দেওয়া হয়েছে। চরবেড়ায় একেবারে নদী পশ্চিম পাড়ের দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীসহ বহু মানুষ এখন সাঁকো দিয়ে পারাপার হন।

উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নের চরবেড়া গ্রামের পূর্ব পাশ দিয়ে ঝপঝপিয়া (গাঢ়দহ) নদী বয়ে গেছে। এলাকাবাসীরা জানান বর্ষাকালসহ আরো কয়েক মাস নদীটি পানিতে ভরপুর থাকে। আর শুকনো মৌসুমে মাস চারেক পানি কম থাকে। নদীর পশ্চিম পাড়ের গ্রামগুলো হলো চরবেড়া, গোজা, সাতটিকরী , তেলকুপি। এছাড়া চরবেড়ায় একেবারে নদী পাড়ে কাছাকাছিতে চরবেড়া উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। আর নদীর পূর্ব পাড়ের গ্রামগুলো হলো চর গোজা, ছোটো গোজা, দিয়ারপাড়া, মানিকদিয়ার, ভরমোহনী। সরেজমিনে গিয়ে আরো জানা গেছে চরবেড়ায় আদিকাল থেকে খেয়া ঘাটে কোনো কোনো বছর খেয়া নৌকায় পারাপার নয়তো বাশের চরাটের সাকোয় নদী পারাপার ব্যবস্থা থাকে। গত কয়েক বছর হলো খেয়া ঘাটে পারাপারে বাশের সাকো ছিলো। গত বছর সে সাকো ভেঙ্গে গেছে। এবারের বর্ষা মৌসুমে নদী পারাপারে একটি খেয়া নৌকা ছিলো। এখন পানি কমে গেছে বলে সে খেয়া নৌকা নেই। মাস খানেক নদী পারাপারে কোনো ব্যবস্থা ছিলো না বলে জানা গেছে ।

চরবেড়া উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ নদীর পূর্ব পাড়ের গ্রামগুলোর শিক্ষার্থীদের পারাপার সুবিধায় নিজেদের তহবিলের টাকায় বাশের সাকোটি নির্মাণ করে দিয়েছেন। এখানকার সাকোয় এলাকার সবাই পার হয়ে বিভিন্ন স্থানে যাওয়া আসা করেন। প্রতিবেদককে এলাকার বসতি মো. সুজন , মগরব আলী , খোরশেদ আলম ও আরো অনেকেই বলেন এখন এক বাশের উপর দিয়ে সাকোয় পার হয়ে যার যার নানা গন্তব্যে যেতে হয়। নদীর পশ্চিম পাড়ের চরবেড়ার বিদ্যালয় দুইটিতে ওপারের গ্রামগুলোর বসতি পরিবারের অনেক ছেলে মেয়ে পড়ালেখা করে। এবারের বর্ষাকালে খেয়া নৌকায় পারাপার হয়েছে। তারা এখন সাকো বেয়ে বিদ্যালয়ে আসা যাওয়া করে। কম বয়সী শিক্ষার্থীদের অনেকেই অভিভাবকের সহায়তায় সাঁকো পার হয়ে থাকে বলে জানানো হয়। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) এর সলঙ্গা – ধামাইলকান্দি পাকা সড়কের চরবেড়া মোড় থেকে ঝপঝপিয়া নদী পার হয়ে ভরমোহনীতে বোয়ালিয়া পাকা সড়কের সাথে কাচা সড়কের যোগাযোগ ব্যবস্থা আছে। চরবেড়ায় ঝপঝপিয়া নদী ঘাটে একটি সেতু নির্মাণ দরকার বলে এলাকাবাসীরা জানান। এখানে সেতু নির্মাণ হলে ধামাইলকান্দি সড়কের চরবেড়া থেকে ভরমোহনী হয়ে বোয়ালিয়া সড়কের সাথে সরাসরি সহজ যোগাযোগ পথ হবে।

চরবেড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণী পড়ুয়া তিন জন আরিফুল ইসলাম , তানজিনা খাতুন ও কবিতা খাতুন জানায় নদী পাড় হয়ে তারা পড়ালেখায় বিদ্যালয়ে আসে। এবারে বর্ষাকালে খেয়া নৌকায় পারাপার হয়েছে। তাদের কথায় নৌকায় পারাপার ঝুকি থাকে। এখন বাশের সাকোয় পার হয়ে বিদ্যালয়ে আসা যাওয়া করে। এক বাশের এমন সাকোয় পারাপার নদীর পানিতে পড়ে যাওয়ার ঝুকি থাকে। কেউ কেউ নাকি পড়ে যায়। কৃষক আলহাজ উদ্দীন বলেন এখানে বাশের চরাটের সাকো ছিল। সারা বছরই সে সাকোয় সবাই পারাপার হতেন। সাকো ভেঙ্গে গেলে এবারের বর্ষাকালে খেয়া নৌকায় পারাপার হতে হয়েছে। নদীতে পানি কমতেই ঘাট মাঝি নৌকা নিয়ে চলে গেছেন। মাঝে সাতরে নদী পারাপার হতে হয়েছে। এখন বিদ্যালয় থেকে করে দেওয়া সাকোয় সবাই পারাপার হন। এখানকার নদীর দুই পাড়ের গ্রামগুলোর বসতিদের চাওয়া এখানে একটি সেতু নির্মাণ হোক।

চরবেড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আকতার হোসেন বলেন নদীর পূর্ব পাড়ের গ্রামগুলোর শিক্ষার্থীদের পারাপার সুবিধায় বিদ্যালয়ের তহবিল থেকে প্রায় আড়াই হাজার টাকা খরচ করে সাকোটি নির্মাণ করে দেওয়া হয়েছে। সলঙ্গা ইউপির সংরক্ষিত ২ নং ওয়ার্ডের সদস্য ( মেন্বর ) মোছা. নাজমা খাতুন বলেন চরবেড়ায় গাঢদহ নদীতে সেতু নির্মাণ হলে আসলেই দরকার আছে। সলঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বাসুদেব ঘোষ বলেন চরবেড়ায় নদীটিতে সেতু নির্মাণ হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার আরো উন্নয়ন হবে।

সলঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা আসয়াদ বিন খলিল রাহাত বলেন তিনি বিষয়টি পরিষদের সবার সাথে আলোচনা করে সেতুটির দরকার ও নির্মাণ বাস্তবায়নে প্রস্তাব পাঠাবেন। এলজিইডি উপজেলা প্রকৌশলী আবু সায়েদ বলেন, চরবেড়ায় নদীটিতে একটি সেতু নির্মাণ দরকার আছে। তার বিভাগ থেকে সেখানে সেতু নির্মাণকে গুরুত্ব দেওয়া হয়েছে। সেখানে সেতু নির্মাণের পরিকল্পনা ও প্রস্তাবনা দেওয়া আছে। এর অনুমোদন ও অর্থ বরাদ্দ মিললে নির্মাণ কাজ বাস্তবায়ন করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments