মিজানুর রহমান বুলেট: সরকারী ছুটিকে কেন্দ্র করে পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে হাজারো পর্যটক ভীড়। বুধবার সকাল থেকে এসকল পর্যটকদের আগমন ঘটে।
একদিকে বড়দিন আবার আরেকদিকে সাপ্তাহিক শুক্র-শনি দুই দিন ছুটিতে আগত পর্যটকরা সৈকতের বালিয়াড়িতে নেচে গিয়ে আনন্দ উন্মাদনায় মেতেছেন। কেউবা আবার সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। কেউবা ঘুরছেন ঘোড়ায়। সৈকতে বাড়তি পর্যটকদের আনাগোনায় বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে, বুকিং রয়েছে কুয়াকাটার হোটেলের অধিকাংশ কক্ষ। এভাবে পর্যটকের আগমন থাকলে পিছনের লোকসান কাঠিয়ে উঠতে পারবেন বলে জানিয়েছে ব্যবসায়ীরা। আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তায় মাঠে টুরিস্ট পুলিশ ও থানা পুলিশের তৎপরতা লক্ষ্য করা গেছে।
বেঞ্চিব্যবসায়ী শহিদুল জানান, এই তিনদিনের সরকারী ছুটি মাজখানে বৃহস্পতিবারও আটো ছুটি হয়ে গেছে। এ ছুটিকে কেন্দ্র করে আজই কুয়াকাটায় ভালো পর্যটক আসছে। এ চারদিনে প্রচুর পর্যটক আসবে বলে আসা করছপন।
সাউদবিচের সত্ব্যাধিকারী মো: সোহেল আহম্মেদ বলেন, এ চারদিনের বন্ধে আমার হোটেলের প্রায় রুম বুকিং রয়েছে। এপর্যটন মৌমুমে এভাবে পর্যটক আসলে পিছনের লোকসান কাটিয়ে ওঠা যাবে।
রয়েল প্যারাডাইচের পরিচালক সাংবাদিক আনোয়ার হোসেন আনু বলেন, এখন কুয়াকাটায় দিনদিন পর্যটক বাড়ছে। পর্যটকের আগমনে মনে হচ্ছে সামনের দিনগুলোতে প্রচুর পর্যটকের সমগম ঘটবে। আজই প্রায় হোটেলে ৬০% রুম বুকিং রয়েছে।
কুয়াকাটা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা মো: কৌশিক আহমেদ বলেন, পৌর-প্রসাশন ও টুরিস্ট পুলিশ পর্যটকদের সেবায় সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পর্যটন সদস্য সচিব মো: রবিউল ইসলাম বলেন, তিনদিনের ছুটি ও বড়দিনকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন,টুরিস্ট পুলিশ ও মহিপুর থানা পুলিশ পর্যটকদের নিরাপত্তায় আরো জোরদার করা হয়েছে।