রবিবার, জানুয়ারি ২৬, ২০২৫
Homeআন্তর্জাতিককাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা

কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা

বাংলাদেশ প্রতিবেদক: কাজাখস্তানে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার গ্রোজনি শহরের উদ্দেশে যাত্রাকালে বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) রুশ সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে এ ঘটনার ভিডিও প্রকাশ করা হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, মাটিতে আছড়ে পড়ার আগে কয়েক মিনিট আকাশে বিভ্রান্ত অবস্থায় বিমানটি ঘুরপাক খাচ্ছে। এ সময় বিমানটি কাজাখস্তানের আক্তাও শহর থেকে প্রায় তিন কিলোমিটার দূরের একটি জায়গায় জরুরি অবতরণ করার চেষ্টা করে। তবে এ অবতরণ সফল হয়নি বিমানটির। ফলে এটি বিমানবন্দর থেকে কিছুটা দূরে আকাশে ক্রমাগত চক্কর দিতে থাকে। অন্তত তিন মিনিট আকাশে চক্কর খাওয়ার পর বিমানটি একটি খোলা জায়গায় আছড়ে পড়ে। মুহূর্তেই বিমানটিতে আগুন ধরে যায়।

আল জাজিরা জানিয়েছে, ‍দুর্ঘটনার সময় বিমানটিতে এতে ৬২ জন যাত্রী ও পাঁচজন ক্রু ছিলেন। কাজাখস্তান কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পর ২৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

কাজাখস্তানের জরুরি পরিষেবা মন্ত্রণালয় জানায়, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কাজাখস্তানের কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ নির্ধারণে তদন্ত চলছে। প্রাথমিকভাবে কারিগরি ত্রুটি বা অন্য কোনো সম্ভাব্য কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স।

আজারবাইজান এয়ারলাইনস জানিয়েছে, উড়োজাহাজটি যথাযথ রক্ষণাবেক্ষণের আওতাধীন ছিল। তবে আকস্মিক পরিস্থিতি মোকাবিলায় এটি জরুরি অবতরণে বাধ্য হয়েছিল।

এই মর্মান্তিক দুর্ঘটনায় আন্তর্জাতিক বিমান পরিবহন খাতের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়েছে। তবে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেওয়ায় প্রাণহানির সংখ্যা সীমিত রাখা সম্ভব হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments