এস এম শফিকুল ইসলাম: জয়পুরহাট সদর উপজেলার দূর্গাদহ বাজারে প্রাণ কোম্পানী পণ্য বিক্রয়কে কেন্দ্র করে এক ব্যবসায়ীর দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই দোকান মালিকের কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি বিকেলে দূর্গাদহ বাজারের চন্দন নামের এক দোকানির দোকানে প্রাণ কোম্পানী পণ্য দিতে যান কাউছার ও ইমরান নামের দুই ব্যক্তি। প্রাণ কোম্পানীতে চাকরি করা কাউছার ও ইমরানের সঙ্গে পণ্য নিয়ে চন্দনের সাথে বাগবিতণ্ডার ঘটনা ঘটে। এক পর্যায়ে তারা দুজন চন্দনকে চড়-থাপ্পর মারেন। চন্দন ঘটনাটি ওই বাজার মালিক সমিতিতে জানিয়ে থানায় অভিযোগ করেন। ওই বাজারের মালিক সমিতির লোকজন ও সহ-সভাপতি পদে থাকা সোহেল রানা বিষয়টি সমাধান করতে কাউছার ও ইমরানকে বলেন। সমাধান না করলে দূর্গাদহ বাজারে প্রাণ কোম্পানীর পণ্য বিক্রয় করা হবেনা বলে মালিক সমিতি থেকে জানিয়ে দেওয়া হয়। এতে কাউছার ও ইমরান ক্ষিপ্ত হয়ে শুক্রবার দুপুর ২টার পর নাকুরিয়া ও বিল্লাহ গ্রামের লোকজন ডেকে আনেন। আড়াইটার দিকে ৩০-৪০ জনের একটি দল সোহেল রানার ইলেকট্রনিকের দোকানে গিয়ে দোকান ভাঙচুর শুরু করেন। একই সাথে বাজারের অন্য দোকানও তারা বন্ধ করে দেন। সেসময় দোকানে থাকা সোহেল রানার বাবা রেজাউল ইসলামকে মারধর করা হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে জরুরি সেবা ছাড়া সমস্ত দোকান বন্ধ করার জন্য ওই বাজারে মাইকিং করেন মালিক সমিতি। পরবর্তীতে থানায় এজাহার দেন সোহেল রানা।
জয়পুরহাট সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মিজানুর রহমান বলেন, ঘটনার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। সেনাবাহিনীও টহল দিয়েছে। ঘটনার পর ওই বাজারের মালিক সমিতির সহ-সভাপতি বাদি হয়ে থাকায় একটি এজাহার দিয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।