সোমবার, এপ্রিল ২৮, ২০২৫
Homeসারাবাংলানোয়াখালীতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

নোয়াখালীতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

বাংলাদেশ প্রতিবেদক: নোয়াখালীর হাতিয়াতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।
গ্রেপ্তার মো.দিদার উদ্দিন (৩৫) উপজেলার চরকিং ইউনিয়নের দক্ষিণ শুল্যাকিয়া গ্রামের মো.শাহজাহানের ছেলে।

শনিবার (১৫ মার্চ) দুপুরের দিকে র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। এর আগে, গতকাল শুক্রবার ১৪ মার্চ চট্টগ্রামের পতেঙ্গা থানার কাটগড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গৃহবধূ তাসলিমা বেগমের (২৫) সাথে ১০/১২ বছর আগে পারিবারিক ভাবে দিলদারের বিয়ে হয়। বিয়ের পর থেকে তিনি পরিবারের অন্য সদস্যদের প্ররোচনায় ভিকটিম তাসলিমা বেগমের কাছে যৌতুক দাবি করেন । এছাড়াও শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করেন। বিদেশে যাওয়ার কথা বলে কয়েক ধাপে যৌতুক নেন। গত ৪ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে দিলদার পুনরায় তার স্ত্রীর কাছে ৫ লক্ষ টকো যৌতুক দাবি করে। ভিকটিম যৌতুকের টাকা এনে দিতে অপারগতা প্রকাশ করলে দিলদারসহ পরিবারের আরও পাঁচ সদস্য পরস্পর যোগসাজসে ভিকটিমকে এলোপাতাড়ি লাঠি দিয়ে মারধর করে শরীরের বিভন্ন অংশ জখম করে এবং চুলের মুঠি ধরে টানা হেঁচড়া করে। একপর্যায়ে তাদের মারধরের কারণে ভিকটিম মাটিতে লুটে পড়ে মৃত্যু বরণ করে। পরে এ ঘটনায় নিহতের স্বজন বাদী হয়ে মামলা দায়ের করেন।

র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু, গ্রেপ্তার আসামি জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments