জয়নাল আবেদীন: এক দফা দাবি আদায়ে রংপুরে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল মানববন্ধন এবং সমাবেশ কর্মসূচি পালন করেছে ।
সোমবার সকালে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির নির্দেশনার আলোকে রংপুর বিভাগীয় সাধারন ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি’র শিক্ষার্থীরা এবং ইন্টার্ন ও সিনিয়র স্টাফ নার্সদের আহবানে ‘ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি’এবং‘ডিপ্লোমা ইন মিডওয়াইফারি’ কোর্সকে স্নাতকপাস /ডিগ্রি কোর্সেও সমমান প্রদান করার দাবিতে মহানগরীর প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে রংপুর প্রেসক্লাব চত্বরে এসে মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় বক্তারা বলেন দীর্ঘদিন থেকে স্নাতক পাস বা ডিগ্রি কোর্সের সমমানের স্বীকৃতি প্রদানের জন্য দাবি জানিয়ে আসছে।
এরই প্রেক্ষিতে বিগত দিনে মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বরাবর এবং পরে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পক্ষে নীতি নির্ধারকগণ সহমত পোষণ করলেও আজ পর্যন্ত কোন সুষ্পষ্ট পদক্ষেপ গৃহীত হয়নি, যা অত্যন্ত হতাশাজনক ও মর্মস্পর্শী। বক্তব্য দেন বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস উনিয়ন রংপুর জেলা শাখার রেজওয়ান, স¤্রাট, বাদশা, সোয়েব ।