মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫
Homeসারাবাংলাদাম কমেছে আলু ও পেঁয়াজের

দাম কমেছে আলু ও পেঁয়াজের

বাংলাদেশ প্রতিবেদক: দিনাজপুরের ফুলবাড়ীতে এক সপ্তাহের ব্যবধানে আলু ও দেশি পেঁয়াজের দাম কমলেও, বেড়েছে রসুনের দাম। দাম কমায় স্বস্তি ফিরেছে ক্রেতা সাধারণের মাঝে।

আলু প্রকারভেদে কেজি প্রতি ৪ থেকে ১১ টাকা কমে বর্তমানে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮ থেকে ১২ টাকা দরে। এদিকে দেশি ভালোমানের পেঁয়াজ কেজিপ্রতি ১২ থেকে ১৩ টাকা কমে ৪১ থেকে ৪২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে নিম্নমানের পেঁয়াজ প্রতি কেজি ৩৫ থেকে ৩৬ টাকা দরেও বিক্রি হচ্ছে। রসুন প্রকারভেদে কেজিপ্রতি ৫০ থেকে ৬০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে বড় সাইজের প্রতিকেজি ১০০ টাকা এবং ছোট সাইজের ৭০ থেকে ৭৫ টাকায়। তবে আদার দাম অপরিবর্তিত রয়েছে। এক সপ্তাহ আগে প্রতিকেজি আদা প্রকারভেদে ৯০ থেকে ১০০ টাকা ছিল, এখনো সেই দামই বহাল রয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিনে ফুলবাড়ী সবজি বাজার ঘুরে এসব তথ্য পাওয়া গেছে।

পৌরবাজারে সবজি কিনতে আসা নাম প্রকাশ না করার শর্তে এক হোটেল ব্যবসায়ী বলেন, আগে ভারত থেকে পেঁয়াজ আসা বন্ধ হলে দাম বাড়ত, এখন ভারত থেকে পেঁয়াজ আমদানির কথা হলেই দেশি পেঁয়াজের দাম কমে যাচ্ছে। এতেই বোঝা যায়, দেশের ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বৃদ্ধি করছে। এজন্য উপজেলা প্রশাসন থেকে নিয়মিত বাজার মনিটরিং করা দরকার। তাহলে কোনো অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কোনো পণ্যেরই দাম বাড়াতে পারবেন না।

পাইকারি আলু, পেঁয়াজ ও রসুন বিক্রিতা অজয় দত্ত বলেন, দেশের মোকামে পেঁয়াজ এবং রসুনের সরবরাহ বৃদ্ধি পেয়েছে। এ কারণে স্থানীয় মোকামেও সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম কিছুটা কমেছে। মোকামে দাম কমলে স্থানীয় বাজারেও দাম কমে আসে।

ফুলবাড়ী পৌর বাজারের পেঁয়াজ ও রসুন বিক্রেতা মিহির প্রামাণিক বলেন, দেশের মোকামে পেঁয়াজ এবং রসুনের সরবারহ বৃদ্ধি পেয়েছে। এতে পেঁয়াজের দাম কিছুটা কমলেও বেড়েছে রসুনের দাম। অপরিবর্তিত রয়েছে আদার দাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী বলেন, নিত্যপণ্যের বাজার যাতে স্থিতিশীল থাকে সেজন্য উপজেলা প্রশাসন ও ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে নিয়মিত বাজার মনিটরিং করাসহ জরিমানা আদায় করা হচ্ছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments