বৃহস্পতিবার, মে ২, ২০২৪
Homeঅর্থনীতিডিজেল ও কেরোসিনের দাম আরও কমল

ডিজেল ও কেরোসিনের দাম আরও কমল

বাংলাদেশ প্রতিবেদক: স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রতি মাসে জ্বালানি তেলের দাম সমন্বয় শুরুর দ্বিতীয় মাসে ডিজেল ও কেরোসিনের দাম কমাল সরকার। নতুন দর অনুযায়ী, ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের খুচরা মূল্য ২ টাকা ২৫ পয়সা কমিয়ে ১০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় রোববার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায়। জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকার আলোকে এ দাম নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, আগামীকাল সোমবার থেকেই জ্বালানি তেলের নতুন দর কার্যকর হবে।

তবে অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে প্রতি লিটার অকটেন ১২৬ এবং পেট্রোল ১২২ টাকা দরে বিক্রি হচ্ছে।

এর আগে গত ৭ মার্চ স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ তালিকা প্রকাশ করা হয়। এতে ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের দাম ১০৮ টাকা ২৫ পয়সা এবং অকটেন ১২৬ ও পেট্রোল ১২২ টাকা দরে বিক্রির ঘোষণা দেয়া হয়েছিল।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments