বৃহস্পতিবার, মে ২, ২০২৪
Homeশিক্ষারাকসু নির্বাচনেও অংশ নেবে কোটা আন্দোলনকারীরা

রাকসু নির্বাচনেও অংশ নেবে কোটা আন্দোলনকারীরা

কাগজ প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনেও অংশ নিতে যাচ্ছে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’। বুধবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ এর রাবি শাখার আহ্বায়ক মাসুদ মোন্নাফ।
মাসুদ মোন্নাফ জানান, ডাকসু নির্বাচনের ভোটে কারচুপি, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রার্থীদের ওপর হামলা-মামলার পরও আমাদেরকে দমিয়ে রাখা সম্ভব হয়নি। নির্বাচনে আমাদের মনোনীত ভিপি প্রার্থী নুরুল হক নুর জয় লাভ করেছে। সামনে যেহেতু রাকসু নির্বাচন, তাই এই নির্বাচনেও আমরা কোটা সংস্কার আন্দোলনের নেতারা অংশগ্রহণ করব।’
তিনি আরো বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায়ের জন্য আমরা কাজ করতে চাই। ক্যাম্পাসে সকল প্রকার অপরাজনীতি বন্ধ করে একটি সুষ্ঠু শিক্ষাবান্ধব ক্যাম্পাস আমরা শিক্ষার্থীদের উপহার দিতে চাই। তাই সাধারণ শিক্ষার্থীদের জন্যই ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ রাকসু নির্বাচনে এককভাবে প্যানেল দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে। এবিষয়ে খুব শিগগিরই আমরা আনুষ্ঠানিকভাবে সবাইকে জানাব।’
উল্লেখ্য, চলতি বছরের মধ্যেই রাকসু নির্বাচন দেয়ার লক্ষ্যে কাজ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের সঙ্গে সংলাপও করছে রাকসু সংলাপ কমিটি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments