শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeশিক্ষাবঙ্গবন্ধু চ্যাম্প এ্যাথলেটিক্সে চার স্বর্ণসহ ৬ পদক জিতেছে ইবি

বঙ্গবন্ধু চ্যাম্প এ্যাথলেটিক্সে চার স্বর্ণসহ ৬ পদক জিতেছে ইবি

মুখলেসুর রাহমান সুইট: বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পে ২০১৯ এ্যাথলেটিক্সে সর্বোচ্চ পদক জিতে এগিয়ে রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়। এ্যাথলেটিক্সের সাতটি ইভেন্টে অংশ নিয়ে ইতোমধ্যে ৪টিতে পদক অর্জন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ইবির শারীরিক শিক্ষা বিভাগের উপ পরিচালক আসাদুর রহমান বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পের অ্যাথলেটিক্স পর্বের সাতটি খেলা অনুষ্ঠিত হয়। এতে চারটি খেলায় পদক অর্জন করেছে ইবি শিক্ষার্থীরা।

মেয়েদের ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় যথাক্রমে স্বর্ণপদক এবং রৌপ্য পদক অর্জন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের তামান্না আক্তার ও দিশা সুলতানা। ছেলেদের ২০০ মিটার দৌড়ে ব্রোঞ্জপদক অর্জন করেছে সোহেল মল্লিক। মেয়েদের দীর্ঘ লম্প প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছে রিংকি খাতুন। ১০০ মিটার হারডেলসেও স্বর্ণপদক জয় করেছে তামান্না আক্তার। এছাড়া ৪×১০০ মিটার রিলে দৌড়ে স্বর্ণপদক অর্জন করেছে তামান্না আক্তার, দিশা সুলতানা, সোহেল মল্লিক ও ফিরোজ আহমেদ।

এদিকে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন অধ্যাপক ড. রাশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা এবং ভারপ্রাপ্ত রেজিস্টার এস এম আব্দুল লতিফ।

এখানে উল্লেখ্য যে, এ্যাথলেটিক্সের বাকি দুটি ইভেন্ট আগামীকাল একই ভেন্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।

এবার, ‘বঙ্গবন্ধুর চেতনায় গড়ি মাদকমুক্ত বাংলাদেশ’
এই স্লোগানকে সামনে রেখে দেশের ৬৫টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে প্রথমবারের মত গত ১৭ মার্চ শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পস’। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্বাবধানে চ্যাম্পিয়নশিপে ৬৫টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে ৩ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছেন। খেলায় ইভেন্টগুলোর মধ্যে রয়েছে অ্যাথলেটিক্স, ক্রিকেট, ফুটবল, হ্যান্ডবল, সুইমিং, সাইক্লিং, ভলিবল, টেবিল টেনিস ও বাস্কেটবল।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments