শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeশিক্ষাউল্লাপাড়ায় চারটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে কর্মশালা

উল্লাপাড়ায় চারটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে কর্মশালা

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)’র আওতায় চারটি শিক্ষা প্রতিষ্ঠানের ২৫শ শিক্ষার্থী নিয়ে আলাদা ভাবে শিক্ষা সচেতনতা বৃদ্ধি, মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক কর্মশালা শেষ হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান চারটি হলো- এইচ টি ইমাম গালস স্কুল এনড্ধসঢ়; কলেজ, পূর্বদেলুয়া উচ্চ বিদ্যালয়, মোহনপুর কে.এম ইনষ্টিটিউশন ও বড়পাঙ্গাসী জাতীয় তরুন সংঘ ডিগ্রী কলেজ। গতকাল মঙ্গলবার সবশেষ বড়পাঙ্গাসী জাতীয় তরুন সংঘ ডিগ্রী কলেজে এ কর্মশালা হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুজ্জামান, সহকারী কমিশনার (ভুমি) মোঃ মাহবুব হাসান, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, অধ্যক্ষ লায়লা আর্জুমান বক্তব্য রাখেন। এর আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত কর্মশালায় অতিথি হয়ে উপস্থিত ছিলেন- সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শফিকুল ইসলাম প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান বলেন, শিক্ষার্থীদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে শিক্ষায় সচেতনতা বৃদ্ধি ও বাল্য বিবাহ প্রতিরোধে ভুমিকা রাখতে এ কর্মশালা অনুষ্ঠান হয়। কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং ছাতা ও টিফিন বক্স বিতরণ করা হয়। এছাড়া কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরস্কৃত করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments