বাংলাদেশ প্রতিবেদক: গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবদুল্লাহ আল নোমান নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার রাতে সোনাকুড়ের একটি মেস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শিক্ষার্থীরা জানান, নোমানের রুম থেকে পানি বের হতে দেখে অনেক ডাকাডাকি করা হয় তাকে। সাড়া না দেয়ায় দরজা ভেঙে রুমে ঢুকলে নোমানের ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা।
পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশকে জানালে মরদেহ উদ্ধার করা হয়। নোমানের রুম থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। যেখানে লেখা ছিল, এ মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তবে লেখাটি তার কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।