অসচ্ছল শিক্ষার্থীদের স্মার্টফোন দিবে ইবি

মুখলেসুর রাহমান সুইট: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) করোনাভাইরাস পরিস্থিতিতে অনলাইন ক্লাসে যুক্ত হতে ইউজিসির নির্দেশনা মোতাবেক স্মার্টফোন কিনতে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের তালিকা তৈরির জন্য সকল বিভাগের সভাপতিকে নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।

গত বৃস্পতিবার (১৩ আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর বিষয়টি নিশ্চিত করছেন।

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লতিফ সাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, অনলাইন শিক্ষা কার্যক্রমে সকল শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বিভাগের যে সকল শিক্ষার্থীর ডিভাইস ক্রয়ে আর্থিক সক্ষমতা নেই সে সকল শিক্ষার্থীর বস্তুনিষ্ঠ তালিকার হার্ড কপি আগামী ১৯ আগষ্ট ২০২০ এর মধ্যে রেজিস্ট্রার অফিসে এবং সফট কপি উল্লিখিত মেইলে (register@iu.ac.bd) প্রেরণ করার জন্য সনির্বন্ধ অনুরোধ করা হয়েছে।

Previous articleকম্পিউটারগুলো চুরি করেছিলেন যুবলীগ নেতা
Next articleরংপুর জেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক সোহেল রানা ফেনসিডিলসহ আটক
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।