মুখলেসুর রাহমান সুইট,ইবি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপল ফোরামের নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মামুনুর রহমানকে সভাপতি ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবর রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে শাপলা ফোরামের নবনির্বাচিত ১৫ সদস্যের সাথে সমন্বয় করে এ কমিটি গঠন করেন নির্বাচন কমিশন।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. শেলিনা নাসরীন, যুগ্ম-সাধারণ সম্পাদক গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. এম. আনিছুর রহমান, কোষাধ্যক্ষ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ইব্রাহিম আব্দুল্লাহ।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মিয়া মোঃ রাশিদুজ্জামান, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আরফিন, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহেদ আহমেদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাদেক আলী, সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক জনাব জয়শ্রী সেন, বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. রবিউল হোসেন, আইসিটি বিভাগের অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. হোসাইন মো. ফারুকী, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আতিকুর রহমান।

Previous articleবিএনপিকে রাস্তায় সমাবেশের অনুমতি দেয়া হবে না: ডিএমপি কমিশনার
Next articleঢাকার গণসমাবেশ পুরো জাতির অস্তিত্ব রক্ষার সমাবেশ: মির্জা ফখরুল
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।