মঙ্গলবার, মে ২১, ২০২৪
Homeশিক্ষাইবি ছাত্রলীগ সভাপতির নিয়োগ বাণিজ্যের অডিও ফাঁস

ইবি ছাত্রলীগ সভাপতির নিয়োগ বাণিজ্যের অডিও ফাঁস

মো.মুখলেসুর রাহমান:  কুষ্টিয়ার  ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ড্রাইভার নিয়োগ বাণিজ্য নিয়ে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের ভয়েস সদৃশ এক অডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। এতে নিয়োগপ্রাপ্ত এক ড্রাইভারকে চুক্তিকৃত ২০ লাখ টাকা প্রদান করতে চাপ দেয় আরাফাত।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ‘ইসলামিক ইউনিভার্সিটি ক্যাম্পাস’ নামক পেইজ থেকে আরেকটি অডিও পোস্ট করা হয়। এ পোস্ট করা অডিও নিজের না বলে দাবি করেছেন আরাফাত। এর আগেও বুধবার রাতে ‘সানজিদা আক্তার তানিয়া’ নামক ফেসবুক আইডি থেকে অডিওটি পোস্ট করা হয়।

‘সানজিদা আক্তার তানিয়া’ নামক ফেসবুক আইডি থেকে ভাইরাল হওয়া অডিওর ক্যাপশনে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ে ড্রাইভার হিসেবে সদ্য নিয়োগপ্রাপ্ত মিলনের সাথে আরাফাতের কথোপকথন এটি।

এদিকে পোস্ট করা অডিও নিজের না বলে দাবি করেছেন ফয়সাল সিদ্দিকী  আরাফাত। এছাড়া এতে সংগঠনের মান ক্ষুণ্ন হয়েছে দাবি করে ইবি থানায় জিডি করেছেন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মুন্সি কামরুল হাসান অনিক।

অডিওতে আরাফাত মিলনকে বলেন, ‘এক মাস সময় নিয়ে ৩ তারিখের কথা বলে আজ ১৫ তারিখ, এখন দেড় মাস হয়ে গেল। কি করবে না করবে সেটা তো আমার দেখার বিষয় না। আমার টাকা দিয়ে দাও। মাগুরা আমার এক ভাই আছে ওকে (চাকরি) দিলে ২৫ লাখ টাকা পেতাম আমি। ওই যে বদরুল আছে ও ২০ লাখ টাকা নিয়ে বসেছিল।’

তিনি আরো বলেন, ‘হেলপারের চাকরির জন্য (অনেকে) ২০ লাখ টাকা দিতে চায়। এতো ড্রাইভার! ওতো গাড়ি চালাতেই পারে না, গাড়ির টায়ার পর্যন্ত চেনে না ও বিকেলের ভেতরে এসে প্রতিদিন গাড়ি চালানো শেখে, তাহলে সে লোকের তো একটা বিবেক থাকা উচিত!’

শাখা ছাত্রলীগ নাসিম আহমেদ জয়ের কথা উল্লেখ করে বলেন, ‘জয় জয়ের বুঝটা পেয়ে গেছে। পেয়ে যায়নি? দুইটার (নিয়োগ) একটা ভাগ পেয়ে গেছে। জয় আমার (আমাকে) বলল, ভাই মিলন আপনার আত্মীয় মানুষ, আপনি মিলনের সাথে বুঝে নেন গা। জয় তো ওইটা থেকে আমার (আমাকে) কিছুই দেয়নি। আর জয় যদি এতক্ষণ না পেত তাহলে ও তো পাগলা কুত্তার মতো হয়ে যেত। জয়ের কি এখন কোনো জ্বালা আছে। ওর তো কোনো জালা নেই। ওরটা ও পুরোটাই পেয়ে গেছে, মানে সিন্ডিকেটের দিন ৩ তারিখ বিকেলেই পেয়ে গেছে।’

এদিকে বৃহস্পতিবার ‘ইসলামিক ইউনিভার্সিটি ক্যাম্পাস’ নামক আরেক পেইজ থেকে পোস্টকৃত আরেক অডিওতে, নিয়োগ বাণিজ্যসংক্রান্ত টাকা লেনদেনের বিষয়ে কথা বলতে দেখা যায় আরাফাতকে।

নাম প্রকাশে অনিচ্ছুক শাখা ছাত্রলীগের এক পদধারী নেতা বলেন, ‘ভাইরাল হওয়া অডিওটি নির্বাচনের সামনে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। ছাত্রলীগের নেতাকর্মীসহ সবাইকে একটা বিব্রত পরিস্থিতির ভেতরে ফেলেছে। অডিওর সত্যতা থাকলে সভাপতির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, ‘একটি অপশক্তি ছাত্রলীগকে বিতর্কিত করার জন্য সুপার ইডিটেড এ অডিও ভাইরাল করতেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে থাকেন। এখানে ছাত্রলীগের কোনো তদবির থাকে না।’

ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন,‘নিয়োগ বাণিজ্য কেন্দ্রীক কোনো টাকা আমার পকেটে ঢোকেনি। এগুলো দেশ বিরোধী অপশক্তি ছাত্রলীগকে দুর্বল করতে এসব সুপার ইডিটেড অডিও প্রচার করতেছে। এ বিষয়ে আমি থানায় জিডি করব।’

এ বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তারা ফোন রিসিভ করেননি।

ভিসি অধ্যপক ড. শেখ আবদুস সালাম বলেন,‘বিষয়টা শুনে আমি নির্বাক। একটা ড্রাইভার কীভাবে ২০ লাখ টাকা দেয়? নিয়োগগুলো হয়তো আমার সময় হতে পারে, তবে নর্মালিই হয়েছে, আমি তো ২০ টাকাও খাইনি। এই বিষয়ে কলিগদের সাথে কথা বলে আমাদের কী করণীয় তা ঠিক করব।’

আজকের বাংলাদেশhttps://www.ajkerkagoj.com.bd/
Ajker Bangladesh Online Newspaper, We serve complete truth to our readers, Our hands are not obstructed, we can say & open our eyes. County news, Breaking news, National news, bangladeshi news, International news & reporting. 24 hours update.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments