মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeশিক্ষাক্লাস-পরীক্ষায় ভেস্তে যাচ্ছে জবির অনেক শিক্ষার্থীর প্রথম ভোট দেয়ার স্বপ্ন

ক্লাস-পরীক্ষায় ভেস্তে যাচ্ছে জবির অনেক শিক্ষার্থীর প্রথম ভোট দেয়ার স্বপ্ন

তাসদিকুল হাসানঃ গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থায় ভোট নাগরিকের একটি গুরুত্বপূর্ণ অধিকার। ভোটের মাধ্যমে নাগরিক তার একজন প্রতিনিধি নির্বাচিত করেন। এবার ভোটারদের মধ্যে একটি বড় অংশ তরুণ, যারা নির্বাচনের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাতীয় সংসদ নির্বাচনের সময় ক্লাস ও পরীক্ষা থাকায় এ অধিকার থেকে বঞ্চিত হতে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী।
আগামী ৭ জানুয়ারি দেশে অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শীতকালীন ছুটি শেষে ৩১ ডিসেম্বর থেকে নিয়মিত পাঠদান কার্যক্রম চলবে। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রায় সকল বিভাগে ক্লাস চলবে। বিভিন্ন বিভাগের সেমিস্টার ফাইনাল ও মিডটার্ম পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে এ সময়ে। এর ফলে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না জবির অনেক শিক্ষার্থী। তাদের মধ্যে অধিকাংশ শিক্ষার্থী এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার সুযোগ পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন অঞ্চলের ভোটার। শীতকালীন ছুটি শেষ হয়ে যাওয়া এবং ক্লাস-পরীক্ষা থাকার কারনে এ শিক্ষার্থীদের ঢাকায় অবস্থান করতে হবে। ফাইনাল পরীক্ষায় অংশ গ্রহণে নূন্যতম ৭০ শতাংশ ক্লাসে উপস্থিত হওয়ার বাধ্যবাধকতা এবং ক্লাস এসেসমেন্ট এর নম্বরের জন্য অনেক শিক্ষার্থীকেই সশরীরে ক্লাসে উপস্থিত থাকতে হবে। ফলে তারা তাদের প্রথম ও মূল্যবান ভোটটি দিতে পারবেন না। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে এক ধরণের উত্তেজনা বিরাজ করছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বরাত দিয়ে জানা যায়, ১ জানুয়ারির থেকে ১০ জানুয়ারির পর্যন্ত কোন পরীক্ষা না নেয়ার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অলিখিত এ সিদ্ধান্তকে তোয়াক্কা না করে বিভিন্ন বিভাগে পরীক্ষা চালিয়ে নেয়ার পরিকল্পনা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ, রসায়ন বিভাগ, মার্কেটিং বিভাগসহ বেশ কয়েকটি বিভাগে এ সময়ে মিডটার্ম পরীক্ষা নেয়ার ঘোষণা দেয়া হয়েছে। প্রাণীবিদ্যা বিভাগের ১৭ ব্যাচের ২য় সেমিস্টারের ফাইনাল ব্যবহারিক পরীক্ষা, লোক প্রশাসন বিভাগের সেমিস্টারের ফাইনালের ভাইবা পরীক্ষার নোটিশ দেওয়া হয়েছে। এসময় বিভিন্ন বিভাগে প্রেজেন্টেশনসহ বিভিন্ন একাডেমিক কার্যক্রম চলবে। শীতকালীন ছুটি শেষে ঢাকায় এসে পুনরায় তাদের নির্বাচনি এলাকায় ফিরে যাওয়া সম্ভব নয় মনে করেন অনেক শিক্ষার্থী। সংসদীয় নির্বাচনে প্রথম ভোটটি না দিতে পারার আশঙ্কায় দুঃখ প্রকাশ করেনন এ শিক্ষার্থীরা।
নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, ” আমার আমাদের এলাকার ভোটার। পড়াশোনার জন্য ঢাকাতে থাকি।কিন্তু ক্যাম্পাস নির্বাচনের পূর্বে খুলার জন্য আমাদের ভোট না দিয়েই ক্যাম্পাসে ফিরে আসতে হচ্ছে। ভোটের দিন ঢাকা থেকে এলাকায় যেয়ে ভোট দেওয়াও সম্ভব নয়।এ অবস্থায় আমরা জীবনের প্রথম ভোটটি দিতে পারবো না।”
অন্য আরেকজন শিক্ষার্থীকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ” মানণীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করার জন্য বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য বিভিন্ন রকম প্রদক্ষেপ নিচ্ছেন। যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এর বেশিরভাগ শিক্ষার্থী ঢাকার বাহিরের ভোটার সেহেতু শীত কালীন ছুটির পর ৩১ ডিসেম্বর ক্যাম্পাস না খুলে নির্বাচনের পর খুললে তা শিক্ষার্থী, দেশ ও জাতির জন্য ভালো হতো।”
আজকের বাংলাদেশhttps://www.ajkerkagoj.com.bd/
Ajker Bangladesh Online Newspaper, We serve complete truth to our readers, Our hands are not obstructed, we can say & open our eyes. County news, Breaking news, National news, bangladeshi news, International news & reporting. 24 hours update.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments