বিনোদন কাগজ: মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়ে গেল রজনীকান্ত ও অক্ষয়কুমার অভিনীত ‘২.০’। এর নেপথ্যে ‘তামিলরকার্স’।
শঙ্কর পরিচালিত ‘২.০’ এ পর্যন্ত ভারতের সবথেকে বড় বাজেটের ছবি। এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাজেটের ছবি। তৈরি হয়েছে ৫৪৩ কোটি টাকায়। শুধু আউটপুট শটের বাজেটই ১০০ কেটি টাকা। ২০১০ সালের সুপারহিট তামিল ছবি এন্দিরনের সিক্যুয়েল ‘২.০’। ছবিতে ড. বশীকরণ এবং চিট্টি দ্বৈত চরিত্রে রজনী। আর খল চরিত্রে আছেন অক্ষয়কুমার। এটিই অক্ষয়ের প্রথম দক্ষিণী ছবি।
‘২.০’ হয়েছে হিন্দি এবং তামিলে। প্রায় ১৩টি ভাষায় ছবিটি ডাবিং করা হবে। ভারতসহ সারা বিশ্বে প্রায় ৭০০০ সিনেমা হলে মুক্তি পেয়েছে ছবিটি। মান্দারিনের মতো পাঁচটি বিদেশি ভাষাতেও। ছবির অফিসিয়াল ট্রেলার ইউটিউবে ১৩, ০৮৯, ৪৯৮ বার দেখা হয়েছে।