বিনোদন কাগজ: ২ ডিসেম্বর যোধপুরের উমেদ ভবনে বসবে মার্কিন পপ তারকা নিক জোনাসের সঙ্গে বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ের আসর। প্রিয়াঙ্কা-নিকের বিয়ে উপলক্ষে ইতিমধ্যেই তৈরি উমেদ ভবন প্রাসাদ। অতিথিরাও পৌঁছে গেছেন। জোনাস এবং চোপড়া পরিবারের সদস্যরা গত বৃহস্পতিবারই পৌঁছে যান যোধপুরে। তবে এসবেই মধ্যেই এই বিয়ে নিয়ে মুখ খুলেন নিকের ভাই জো।
প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে নিক জোনাসের বিয়ে নিয়ে বেশ মজাই করলেন জো। কথায় কথায় তিনি বলেই ফেলেন, নিক হলেন প্রিয়াঙ্কার প্রিয় ‘পোষ্য’ (পাপি ডগ)। শুধু তাই নয়, প্রিয়াঙ্কা চোপড়ার ভালবাসায় নিক যেমন বাধ্য ছেলের মত আচরণ করেন আজকাল, তা দেখে জো নাকি মাঝে মধ্যেই হেসে ফেলেন। জো জোনাসের ভাবি স্ত্রী সোফি টার্নার (গেম অফ থ্রোনসের অভিনেত্রী)-ও নাকি নিককে দেখে সেই একই কথা মনে করেন। প্রিয়াঙ্কা সামনে এলেই যেভাবে বাধ্য ছেলের মত আচরণ করেন নিক, তা দেখে অবাক হয়ে যান তাঁরা। কিন্তু, নিক-প্রিয়াঙ্কার ভালবাসা দেখে তাঁরা বেশ উপভোগ করেন বলেও জানান জো জোনাস।