শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeআন্তর্জাতিকআমরা হাতে চুড়ি পরে বসে নেই, বিজেপিকে মমতা

আমরা হাতে চুড়ি পরে বসে নেই, বিজেপিকে মমতা

কাগজ ডেস্ক: লোকসভা নির্বাচনের আগে থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল ভারতের রাজনৈতিক অঙ্গন। নির্বাচনের পরও সেই উত্তাপ কমেনি। এবার রাজ্যগুলোতে রাষ্ট্রপতি শাসন জারির পরিকল্পনার বিষয়ে ক্ষমতাসীন বিজেপির কড়া সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার এক সভায় অংশ নিয়ে তৃণমূল নেত্রী মমতা । তিনি বলেন, বিষয়টি এত সহজ নয়; বলা খুব সহজ। তারা পারলে আগে নিজেদের দলকে (বিজেপি) নিয়ন্ত্রণ করুক। আমরা কেউ হাতে চুড়ি পরে বসে নেই।

বাংলাকে আঘাত করলে সে আঘাত সারা বিশ্বে ছড়িয়ে পড়বে বলেও হুঁশিয়ার করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গ নিয়ে বিজেপি অপপ্রচার চালাচ্ছে দাবি করে মমতা বলেন, রাজনৈতিকভাবে শান্তিপূর্ণ না হলেও অর্থনৈতিকভাবে বাংলার পরিস্থিতি খারাপ নয়।

তিনি আরও বলেন, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে গত আট বছরে রাজ্যের পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। রাজনৈতিকভাবে বাংলা হয়তো শান্তিপূর্ণ নয়; কিন্তু অর্থনৈতিক পরিস্থিতি কোনো খারাপ হয়নি।

অথচ কিছু মানুষ প্রচার করে বেড়াচ্ছেন, বাংলার পরিস্থিতি খারাপ ও শান্তিপূর্ণ নয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments