শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeআন্তর্জাতিকবিশ্ব কি চুপ করে বসে কাশ্মীরে মুসলিম গণহত্যা দেখবে, প্রশ্ন ইমরানের

বিশ্ব কি চুপ করে বসে কাশ্মীরে মুসলিম গণহত্যা দেখবে, প্রশ্ন ইমরানের

কাগজ ডেস্ক: ভারত অধিকৃত কাশ্মীরের বর্তমান পরিস্থিতিকে স্রেব্রেনিকা ও গুজরাট গণহত্যার সঙ্গে তুলনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আরেকবার মুসলিম নিধনের আশঙ্কা প্রকাশ করেছেন।

কাশ্মীরে গণহত্যার আশঙ্কা করে ইমরান খান বলেন, বিশ্ব কি চুপ করে বসে কাশ্মীরে মুসলিম গণহত্যা দেখতে থাকবে?

বৃহস্পতিবার ভারতের স্বাধীনতা দিবসে পাকিস্তান ঘোষিত ‘কালো দিবস’ উপলক্ষে টুইটারে দেয়া এক বার্তায় এ কথা বলেন তিনি। খবর ডন ও জিয়ো নিউজের।

ইমরান খান বলেন, বিগত ১২ দিন ধরে কাশ্মীরে ভারত সরকার কারফিউ জারি করে রেখেছে। বিপুলসংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। ইন্টারনেটসহ সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।

কাশ্মীরের বর্তমান পরিস্থিতিকে ভারতের গুজরাট ও বসনিয়ার স্রেব্রেনিকা গণহত্যার পূর্বপরিস্থিতি বলে উল্লেখ করেন তিনি।

টুইটবার্তায় বিশ্বশক্তির প্রতি প্রশ্ন রেখে ইমরান খান বলেন, কাশ্মীর নিয়ে নীরবতা পালন করে বিশ্ব কি গুজরাট ও স্রেব্রেনিকার মতো আরেকটি মুসলিম গণহত্যা দেখতে চায়?

এদিকে কাশ্মীরের স্বায়ত্তশাসন ও সাংবিধানিক মর্যাদা বাতিলের প্রতিবাদে ভারতের স্বাধীনতা দিবসে পাকিস্তানজুড়ে কালো দিবস পালিত হচ্ছে। কালো দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী ইমরান খানও টুইটারে কালো প্রোফাইল পিকচার দিয়েছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments