শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeআন্তর্জাতিকআমি থাকতে একজনকেও বাংলা ছাড়তে হবে না: মমতা

আমি থাকতে একজনকেও বাংলা ছাড়তে হবে না: মমতা

বাংলাদেশ ডেস্ক: এনআরসি নিয়ে ভারতের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ক্ষিপ্ত হয়ে ওঠার কারণ হল, রাজ্যে প্রথম NRC আতঙ্কে আত্মহত্যা করেছেন উত্তরবঙ্গের এক যুবক।
শুক্রবার সকালে ময়নাগুড়ি রেলগেটের কাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় স্থানীয় বাসিন্দা অন্নদা রায়ের দেহ। তাঁর পরিবারের অভিযোগ, NRC নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছিলেন তিনি। আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়াও নানা জায়গায় এনআরসি আতঙ্কে রাস্তায় নেমে পড়ছে মানুষ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সঙ্গে তাঁর বৈঠক নিয়ে সুর চড়িয়েছেন বিরোধীরা। কিন্তু কলকাতায় ফিরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন, এনআরসি’র মতো বিষয়ে তিনি কেন্দ্রের শাসকদল বিজেপির সম্পূর্ণ বিপরীতেই থাকবেন। কলকাতায় ফিরেই এদিন নবান্নে যান মমতা। সেখান থেকে বেরোবার মুখে সাংবাদিকদের তিনি বলেন, ‘বাংলায় উস্কানিমূলক মন্তব্য প্রচার করা হচ্ছে। কিন্তু বাংলার সকল মানুষ নিশ্চিত থাকুন, এখানে কোনও এনআরসি হবে না।’
এই খবর মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছতেই তিনি এদিন মৃত ব্যক্তিদের পরিবারের জন্যে দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেন। তাঁর কথায়, ‘বিজেপি আসলে রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্যেই এনআরসির কথা প্রচার করছে। শুনে রাখুন, আপনাদের কারও গায়ে হাত দিতে হলে আগে আমার গায়ে হাত দিতে হবে। বাংলা ছেড়ে কাউকে যেতে হবে না।’ তাঁর সংযোজন, ‘আমি বলছি চিন্তা করার কোনও কারণ নেই, আমার ওপর বিশ্বাস রাখুন।’
শুধু তাই নয়, এনআরসি নিয়ে তিনি যে কোনও আপোষের রাস্তায় হাঁটবেন না, তা বোঝাতেই তিনি বলেন, ‘দিল্লিতে যে মিটিং করে এলাম, তাতে কোনওরকম এনআরসি নিয়ে কথাই হয়নি। কারণ এনিয়ে কথা বলার কিছুই নেই। বাংলায় কোনও এনআরসি হবে না।’

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments