শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeআন্তর্জাতিককরোনার ছোবলে দিশেহারা বিশ্ব, মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়ালো, আক্রান্ত ৪৬৮৯০৫

করোনার ছোবলে দিশেহারা বিশ্ব, মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়ালো, আক্রান্ত ৪৬৮৯০৫

বাংলাদেশ ডেস্ক: প্রাণঘাতী করোনা ভাইরাসের ছোবলে চীনের চেয়েও ভয়াবহ পরিণতি বরণ করতে হচ্ছে ইউরোপের দেশগুলোকে। করোনা ভাইরাসে মৃত্যুর মিছিলে চীনকে ছাড়িয়ে গেছে ইতালি। এবার সেই সারিতে যুক্ত হলো ইউরোপের আরেক দেশ স্পেন।

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আজ বৃহস্পতিবার পর্যন্ত বিশ্বজুড়ে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৪৩০ জনে।

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, নভেল করোনা ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৪ লাখ ৭১ হাজার জন। বর্তমানে ৩ লাখ ৩৩ হাজার ৪৮৭ জন চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের মধ্যে ১৪ হাজার ৭৯২ জনের অবস্থা আশঙ্কাজনক।

এছাড়া করোনা ভাইরাস আক্রান্ত ১ লাখ ৩৫ হাজার ৪১৮ জনের মধ্যে ১ লাখ ১৪ হাজার ২১৮ জন (৮৪ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ২১ হাজার ২০০ জন (১৬ শতাংশ) রোগী মারা গেছেন।

বাংলাদেশসহ বিশ্বের ১৯৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতি করোনা ভাইরাস।

গত ১১ মার্চ করোনা ভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এদিকে বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশে করোনা মহামারি আকার ধারণ করতে পারে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ ব্যাপারে গভীর উদ্বেগ জানিয়েছে। এর পরিপ্রেক্ষিতে ভারত সারাদেশে ২১ দিনের কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে।
অন্যদিকে আগামীতে যুক্তরাষ্ট্রেও করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করতে পারে বলে গভীর উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দেশটিতে বর্তমানে ‘বুলেটের বেগে’ করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments