শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeআন্তর্জাতিকঅপহরণকারী চক্র থেকে ৪৬ শিশু উদ্ধার, আটক ৪৬

অপহরণকারী চক্র থেকে ৪৬ শিশু উদ্ধার, আটক ৪৬

বাংলাদেশ ডেস্ক: আন্তর্জাতিক শিশু নির্যাতনকারী চক্রের কাছ থেকে ৪৬ শিশুকে উদ্ধার করেছে অস্ট্রেলিয়ার পুলিশ। গ্রেফতার করা হয়েছে চক্রের ১৪ জনকে।

ভুক্তভোগী শিশুদের পতিতাবৃত্তিসহ নানা ধরনের অপকর্মে ব্যবহার করেছে চক্রটি।

ব্যাপক অনুসন্ধানের পর চালানো অভিযানে যুক্তরাষ্ট্রে তিনজনকে গ্রেফতার করা হয়। ইউরোপ, এশিয়া, কানাডা এবং নিউজিল্যান্ডের বেশ কয়েকজন সন্দহেভাজনকেও গ্রেফতার করা করা হয়েছে। জানিয়েছে কর্তৃপক্ষ।

অস্ট্রেলিয়ায় এ ধরনের বিষয়ে এটিই সবচেয়ে বড় অভিযান বলে ধারণা করা হচ্ছে।

দেশটির কেন্দ্রীয় পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীদের বয়স ১৬ মাস থেকে ১৫ বছরের মধ্যে। উদ্ধার হওয়া ১৬ জনকে চাইল্ডকেয়ার কেন্দ্রে পাঠানো হয়েছে।

গ্রেফতার ১৪ জনের বিরুদ্ধে শিশু নির্যাতনের ৮২৩টি মামলা দায়ের করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, চক্রটি অনলাইনের ছবি এবং ভিডিও প্রচার করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, গুরুতর ঘটনাটি হলো, সন্দেভাজন একন নিউ সাউথ ওয়েলসের একটি চাইল্ড কেয়ারে কাজ করতেন। অন্তত ৩০টি শিশুকে পাচার করেছে সে।

যৌন নির্যাতনসহ ২৭ বছর বয়সী ওই ব্যক্তির বিরুদ্ধে ৩০০টি মামলা দায়ের করা হয়েছে। ২২ বয়সী তার সহযোগীকেও আদালতের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছে পুলিশ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments