শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeআন্তর্জাতিকভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ২০ হাজার অভিবাসীর মৃত্যু: ইইউ

ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ২০ হাজার অভিবাসীর মৃত্যু: ইইউ

বাংলাদেশ ডেস্ক: ভূমধ্যসাগরে ২০১৪ সালের পর থেকে ২০ হাজারেরও বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে।

ইউরোপীয় কমিশনের এক রিপোর্টে এ তথ্য জানানো হয়।

রিপোর্টে জানানো হয়েছে, ২০২১ সালের প্রথম থেকে এখন পর্যন্ত ১ হাজার ৩৬৯ অভিবাসীর মৃত্যু হয়েছে ভূমধ্যসাগরের বিভিন্ন রুটে। একই বিষয়ে অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইওএম সম্প্রতি আরেকটি রিপোর্ট প্রকাশ করেছিল। এতে বলা হয়েছিল, এ বছরের প্রথম ৬ মাসে ভূমধ্যসাগরে প্রাণ হারিয়েছেন ১ হাজার ১৪৬ অভিবাসী। এই সংখ্যা গত বছরের একই সময়ের দুইগুন।

মে মাসে অভিবাসীদের মৃত্যু বৃদ্ধির কারণ অনুসন্ধান করে বৃটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। এক রিপোর্টে গণমাধ্যমটি জানায়, কোভিড মহামারির মধ্যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত রাষ্ট্রগুলোর অভিবাসীদের সমুদ্রে ঠেলে দেয়ার প্রবণতা বেড়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments