বৃহস্পতিবার, মে ২, ২০২৪
Homeআন্তর্জাতিকহাইতিতে গ্যাস ট্রাক বিস্ফোরণে নিহত ৬২

হাইতিতে গ্যাস ট্রাক বিস্ফোরণে নিহত ৬২

বাংলাদেশ ডেস্ক: হাইতিতে মঙ্গলবার ভয়াবহ গ্যাস ট্রাক বিস্ফোরণে কমপক্ষে ৬২ জন নিহত হয়েছেন। খবর এএফপি’র।

হাইতির দ্বিতীয় গুরুত্বপূর্ণ ক্যাপ-হাইতিয়েন নগরীতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রধানমন্ত্রী আরিয়েল হেনরি দুর্ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, স্থানীয় একটি হাসপাতালে আহতদের কয়েকজনের সাথে সাক্ষাতের পর তার হৃদয় ভেঙ্গে গেছে। পরে এক টুইটার বার্তায় বলেন, ‘এ মর্মান্তিক পরিস্থিতি মোকাবিলায় জরুরি তহবিল ছাড় দেয়া হয়েছে।’

এ বিস্ফোরণে আশেপাশের বিভিন্ন ভবনে আগুন ধরে যায়।

ডেপুটি মেয়র প্যাট্রিক আলমোনোর বলেন, ‘আমরা এখন পর্যন্ত ৬২ জনের মৃত্যুর খবর পেয়েছি।’

তিনি আরো জানান, সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষ পার্শ্ববর্তী ভবনগুলোতে নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে।

আলমোনোর জানান, এ ভয়াবহ গ্যাস ট্রাক বিস্ফোরণে ওই এলাকার প্রায় ৪০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এসব ঘরবাড়ির অভ্যন্তরে কেমন সংখ্যক লোকজন রয়েছে সে ব্যাপারে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি।

এ দুর্ঘটনায় আহত রোগিতে জাস্টিয়েন ইউনিভার্সিটি হাসপাতাল একেবারে ভরে গেছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments