মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫
Homeআন্তর্জাতিকজয় পেয়েই ট্রাম্পকে হুঁশিয়ারি কানাডার নতুন প্রধানমন্ত্রীর

জয় পেয়েই ট্রাম্পকে হুঁশিয়ারি কানাডার নতুন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ প্রতিবেদক: কানাডায় সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন লিবারেল পার্টির জয়ের পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়েছেন নতুন প্রধানমন্ত্রী হতে যাওয়া মার্ক কার্নি। তিনি ট্রাম্প সরকারের বিরুদ্ধে কানাডীয়দের ঐক্যবদ্ধ হয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

স্থানীয় সময় সোমবার (২৮ এপ্রিল) দিবাগত গভীর রাতে কানাডার অন্টারিওর অটোয়াতে লিবারেল পার্টির নির্বাচনী সদর দপ্তরে বিজয়ী ভাষণে মার্ক এ হুঁশিয়ারি দেন।

মার্ক বলেন, আমেরিকা আমাদের ভূমি, আমাদের সম্পদ, আমাদের পানি, আমাদের দেশ চায়। এগুলো ফাঁকা হুমকি নয়। প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের ভাঙতে চাইছেন যাতে আমেরিকা আমাদের মালিকানা নিতে পারে। এটা কখনোই হবে না। কিন্তু আমাদেরও এ বাস্তবতা উপলব্ধি করতে হবে যে, আমাদের বিশ্ব মৌলিকভাবে বদলে গেছে।

তার বক্তৃতার শেষ দিকে তিনি এই হুমকিগুলোর কথা পুনরায় উল্লেখ করে সতর্ক করে বলেন, কানাডা আবারও ইতিহাসের একটি টার্নিং পয়েন্টে রয়েছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের পুরনো সম্পর্ক, ক্রমবর্ধমান একীকরণের ওপর ভিত্তি করে গড়ে ওঠা সম্পর্ক শেষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কানাডা যে উন্মুক্ত বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার ওপর নির্ভর করেছে (যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত একটি ব্যবস্থা), যা নিখুঁত না হলেও দশকের পর দশক ধরে দেশের জন্য সমৃদ্ধি এনেছে, সেই ব্যবস্থা শেষ।

মার্ক বলেন, এগুলো ট্র্যাজেডি, কিন্তু এটাই আমাদের নতুন বাস্তবতা। আমরা শেষ। আমরা আমেরিকার বিশ্বাসঘাতকতার ধাক্কা কাটিয়ে উঠেছি, কিন্তু আমাদের শিক্ষাগুলো কখনো ভুলে যাওয়া উচিত নয়। আমাদের নিজেদের জন্য সতর্ক থাকতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো- আমাদের একে অপরের খেয়াল রাখতে হবে।

প্রসঙ্গত, ৩৪৩ সদস্যের পার্লামেন্টে সবচেয়ে বেশি আসন পেয়ে লিবারেল পার্টি আবারও সরকার গঠন করতে যাচ্ছে। তবে মার্ক কার্নি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পেরেছেন কিনা তা এখনো নিশ্চিত নয়। যদি সংখ্যাগরিষ্ঠতা না আসে, তাহলে তাকে সরকার গঠনে কোনো ছোট দলের সমর্থনের ওপর নির্ভর করতে হতে পারে। এখনো তিনি আনুষ্ঠানিকভাবে পরবর্তী মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হননি। তবে দলের প্রধান হিসেবে বিজয়ী প্রতিনিধিরা তাকেই প্রধানমন্ত্রীর দায়িত্ব দেবে তা অনেকটাই নিশ্চিত।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments