বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeআইন-আদালতফিরোজ-লোকমানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

ফিরোজ-লোকমানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

বাংলাদেশ প্রতিবেদক: চলমান ক্যাসিনো বিরোধী অভিযানে গ্রেপ্তার কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি শফিকুল আলম ফিরোজ ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক (বিসিবি) মো. লোকমান হোসেন ভূঁইয়ার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।

আজ রোববার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এই আদেশ দিয়েছে।

বিএফআইইউ’র পৃথক দুটি চিঠিতে বলা হয়, লোকমান ও ফিরোজের নামে কোনো হিসাব অতীতে বা বর্তমানে পরিচালিত হয়ে থাকলে সে হিসাবের যাবতীয় তথ্য (হিসাব খোলার ফর্ম, কেওয়াইসি, ট্রানজেকশন, প্রোফাইল, শুরু থেকে হালনাগাদ বিবরণী) জরুরি ভিত্তিতে আগামী পাঁচ দিনের মধ্যে জানাতে হবে। তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টগুলো আগামী ৩০ দিনের জন্য ফ্রিজ (অবরুদ্ধ) থাকবে।

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর তেজগাঁওয়ের মনিপুরী পাড়ায় লোকমানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

অন্যদিকে গত ২০ সেপ্টেম্বর কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি শফিকুল আলম ফিরোজকে আটক করে র্যাব। পরে তাকে অস্ত্র ও মাদকের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তিনি কৃষক লীগ কেন্দ্রীয় কমিটি সদস্য। কলাবাগান ক্লাবে অভিযান চালিয়ে ক্যাসিনো ও জুয়ার সামগ্রী জব্দ করে র্যাব সদস্যরা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments